আফগানিস্তানের একজন কর্মকর্তা ১ মার্চ বলেছেন, পশ্চিম আফগানিস্তানের ফারাহ প্রদেশের রাজধানী ফারাহ শহরে এদিন এক বোমা বিস্ফোরণে কমপক্ষে দু'জন নিহত এবং ৪৮জন আহত হয়েছে।
ফারাহ প্রদেশের পুলিশ স্বীকার করেছে যে, এই হামলা এই প্রদেশের পুলিশ ব্যুরোর পরিচালককে লক্ষ করে চালানো হয়েছিল। এই পরিচালকের গাড়ী ফারাহ শহরের কেন্দ্রস্থলে যাওয়ার সময় বোমার বিস্ফোরণটি ঘটে। তবে এতে তার কোন ক্ষতি হয় নি।
ফারাহ প্রদেশের গণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেছেন, এই বিস্ফোরণটি ফারাহ প্রদেশের কেন্দ্রস্থলে একটি স্কুলের কাছাকাছি ঘটেছে। হতাহতদের মধ্যে দশজন শিশু ও শ্রমিক রয়েছে।
এ পর্যন্ত কোন সংস্থা বা ব্যক্তি এই বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করে নি। তবে আফগানিস্তানের পুলিশ মনে করে, সরকার বিরোধী তালিবান সশস্ত্র ব্যক্তিরা এই বিস্ফোরণ ঘটিয়েছে।
|