v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-01 18:26:00    
প্রক্টর এ্যান্ড গ্যাম্বল কোম্পানি

cri
    প্রক্টর এ্যান্ড গ্যাম্বল কোম্পানি ১৮৩৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে ,তা হল বিশ্বের বৃহত্তম নিত্য ব্যবহার্য্য দ্রব্য কোম্পানির অন্যতম । ২০০২ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত এ কোম্পানির বিক্রির পরিমাণ মোট ৪৩.৪ বিলিয়ন মার্কিন ডলার ।

    ফর্টন ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের ৫০০টি বৃহত্তম শিল্প বা পরিসেবা প্রতিষ্ঠানের মধ্যে ৮৬তম স্থানে দাঁড়িয়েছে এবং সর্বোচ্চ শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে সপ্তম স্থানে রয়েছে । সারা বিশ্বে এ কোম্পানির কর্মীর সংখ্যা প্রায় ১ লাখ, বিশ্বের ৮০টিরও বেশি দেশে কারখানা ও শাখা কোম্পানি স্থাপন করেছে । কোম্পানির ৩০০টিরও বেশি ট্রেডমার্ক পণ্যদ্রব্য বিশ্বের ১৬০টি দেশ ও অঞ্চলে বিক্রি করা হয় । এর মধ্যে শ্যাম্প, বডি লোশন, মেক -আপ, বাচ্চাদের ব্যবহার্য্য পণ্যদ্রব্য , নারীদের ব্যবহার্য্য পণ্যদ্রব্য ,চিকিত্সা, ঔষধ, পানীয়সহ বিভিন্ন নিত্য ব্যবহার্য্য পণ্যদ্রব্য রয়েছে ।

    ১৯৮৮ সালে পি আর জি কোম্পানি চীনের কুয়াংচৌ শহরে তার প্রথম যৌথ পুঁজি বিনিয়োজিত শাখা কোম্পানি স্থাপন করে চীনে তার ব্যবসা শুরু করেছে ।সক্রিয়ভাবে চীনের বাজার অর্থনীতির নির্মাণ ও উন্নয়নে অংশ নেয়ার জন্য পি.আর জি. কোম্পানি কুয়াংচৌ, পেইচিং, ছেংতু, থিয়েনচিন, হুনান প্রদেশের শাওকুয়ান শহরে ১১টি শাখা কোম্পানি স্থাপন করেছে ।

    বহু বছর ধরে কোম্পানি বিশ্বের সর্বোচ্চ শ্রেণীর নিত্য ব্যবহার্য্য পণ্যদ্রব্য উত্পাদন করা এবং ক্রেতাদের জীবনযাত্রা সুন্দর করার উদ্দেশ্যে চীনে অনেক ধরনের জনপ্রিয় নিত্য ব্যবহার্য্য পণ্যদ্রব্য উত্পাদন করে যাচ্ছে । যেমন রিজয়েস , হেডএন্ড শোল্ডার,পানথেনে, সেফগার্ড ,ওলেইসহ বিভিন্ন ধরনের ট্রেডমার্ক পণ্যদ্রব্য চীনের বিখ্যাত পণ্যদ্রব্যে পরিণত হয়েছে । এ পর্যন্ত পি.আর.জি কোম্পানির চীনে পুঁজি বিনিয়োগের মোট পরিমাণ ৩০ কোটি মার্কিন ডলারেরও বেশি, তাদের কর্মীর সংখ্যা প্রায় ৫ হাজার ।

    পি.আর.জি কোম্পানি ক্রেতাদের ওপর গুরুত্ব দেয় । তারা চীনা ক্রেতাদের প্রয়োজনীয় জিনিসের ওপর জরীপ করে এবং ক্রেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ও দীর্ঘমেয়াদী যোগাযোগ অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে ।

    পি.আর.জি হচ্ছে একটি উদ্ভাবনী আধুনিক শিল্প প্রতিষ্ঠান, বিজ্ঞান গবেষণা , প্রযুক্তির উন্নয়ন এবং কর্মীর প্রশিক্ষণে তারা সর্বাগ্রে গুরুত্ব দেয় । পি.আর.জি কোম্পানি এ পর্যন্ত বিশ্বে ১৮টি প্রযুক্তি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে , এসব কেন্দ্রে বিজ্ঞান ও প্রযুক্তি কর্মীর সংখ্যা ৮৩০০ । গবেষণা কেন্দ্রের উন্নয়নের জন্য প্রত্যেক বছর কোম্পানি ১.৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে থাকে । কোম্পানি চীনের ব্যবসা ও প্রযুক্তিকে আরো উন্নত করার জন্য ১৯৯৪ সালে পেইচিংয়ে ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোম্পানির ১৮তম প্রযুক্তি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে ।

    কোম্পানি নিজের ব্যবসা ভালভাবে উন্নত করার পাশাপাশি সমাজের সেবামূলক কাজেও অংশ নেয় । সাম্প্রতিক বছরগুলোতে কোম্পানি চীনের সেবামূলক কাজের বিভিন্ন ক্ষেত্রে ৪ কোটিরও বেশি ইউয়ান সাহয্য দিয়েছে । এর মধ্যে রয়েছে শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্য, শহরের নির্মাণ, পরিবেশ সংরক্ষণ, প্রতিবন্ধিদের সাহায্য এবং দুর্যোগ এলাকায় ত্রাণ দেয়সহ প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহার করা যায় এমন সব জিনিস ।যেমন ১৯৯৬ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত পি.আর.জি কোম্পানি ১.২ কোটি ইউয়ান দিয়ে চীনের ২৭টি প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলে ৭০টি আশা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে ।১৯৯৭ সালে দারিদ্র মেয়েদের পুনরায় স্কুল লেখাপড়া করার জন্য ৫ লাখ ইউয়ান দিয়েছে ।