পূর্ব ভারতের ছত্রিশগড় প্রদেশে ১ মার্চ সকালে একটি স্থল মাইনের বিস্ফোরণ ঘটেছে। এতে আটজন নিহত হয়েছে।
স্থানীয় পুলিশ বলেছে, সরকার বিরোধী নাক্সাল বাদীরা এই প্রদেশের দক্ষিণাঞ্চলের দান্তেওয়াদায় একটি স্থল মাইন স্থাপন করে রেখেছিল। এতে নিহত আটজনের মধ্যে ছয়জনই পুলিশ। অন্য চারজন পুলিশও আহত হয়েছে।
নক্সালবাদী দল গত শতাব্দীর ৬০ দশক প্রতিষ্ঠিত হয়। ভারতের বহু প্রদেশে এই দলের সশস্ত্র সদস্যরা হামলা চালিয়েছে।
|