২৮ ফেব্রুয়ারী রোমানো প্রোদির নেতৃত্বাধীন ইটালি সরকার সিনেটের গুরুত্বপূর্ণ আস্থামূলক ভোটে জয়লাভ করেছে । এতে বর্তমান ইটালি সরকারের রাজনৈতিক সংকট এড়ানো সম্ভব হয়েছে ।
৩১৯ ভোটের মধ্যে ১৬২টি ভোট প্রোদি সরকার পেয়েছে, আইন অনুযায়ী ১৬০ ভোট পেলেই সিনেটে আস্থা অর্জন করা যায় ।সংবাদমাধ্যম মনে করে, প্রোদি সরকার প্রতিনিধি পরিষদের অধিকাংশ ভোট অর্জনের লক্ষে ২ মার্চ অনুষ্ঠিতব্য প্রতিনিধি পরিষদের ভোটে অবশ্যই সাফল্য অর্জন করবে ।
|