v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-28 21:49:58    
শি চিয়া চুয়াংয়ের পাড়াগুলোর সমঝোতা কক্ষ

cri
    চীনের প্রায় প্রতিটি পাড়াই একটি বড় পরিবারের মত । এ বড় পরিবারে কলহ বিবাদ যে ঘটে থাকে , তা অস্বাভাবিক কিছু নয় । গত দু' বছর প্রতিবেশীদের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের জন্যে চীনের হোপেই প্রদেশের রাজধানী শি চিয়া চুয়াং পাড়াভিত্তিক সমঝোতার ফলপ্রসূ পথ আবিষ্কার করেছে । বিভিন্ন পাড়ার অবস্থা জানা সমঝোতাকারীরা সময়মত পাড়াগুলোর বিভিন্ন দ্বন্দ্ব নিরসনের চেষ্টা করে থাকেন । এভাবে কোনো কোনো কলহ যা আদালতে মীমাংশা হওয়ার কথা ছিল , তবে তা এখন পাড়াগুলোর সমঝোতাকারীদের প্রচেষ্টায় তাদের বিবাদ পাড়াগুলোতেই সমাধান হয়ে যাচ্ছে ।

    সম্প্রতি শি চি চুয়াং শহরের ছিয়াং আন এলাকার চিয়ান মিং পাড়ার অধিবাসী চিয়াং সিউ লুয়ানের সংগে আবর্জনা পরিষ্কার করার সমস্যা নিয়ে একজন প্রতিবেশীর ঝগড়া বাধে । উভয়ের ঝগড়া শেষ পর্যন্ত মারামারিতে পরিণত হয় । ফলে উভয়ের সম্পর্ক অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে । এমন কি তারা সেসময় আদালতে মামলা পর্যন্ত দায়ের করতে চেয়েছিলেন । চিয়ান মিং পাড়ার সমঝোতা কক্ষের সমঝোতাকারীরা এ খবর জেনে স্বতস্ফুর্তভাবে উভয় পক্ষের বাড়িতে গিয়ে বিস্তারিতভাবে বিবাদ বাধার কারণ সম্পর্কে জেনে নেন এবং সমঝোতার কাজ করেন । তারা ধৈর্য্যের সংগে উভয় পক্ষকে বুঝিয়ে বলেন । এভাবে তারা সময়মত বিবাদের অবনতি রোধ করতে সক্ষম হন এবং উভয় পক্ষের দ্বন্দ্ব নিরসন করেন । চিয়াং সিউ লুয়াংয়ের বাবা চিয়াং পাও ইয়ু সমঝোতাকারীদের কাজের জন্যে তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । তিনি বলেছেন ,

    তারা হস্তক্ষেপ না করলে আমাদের বিবাদ এমন সন্তোষজনকভাবে সমাধান হতো না । সমঝোতার পর উভয় পক্ষ হাত মিলিয়েছে এবং আমাদের দ্বন্দ্বও দূর হয়েছে । আমার মামলা দায়েরের সময় বেঁচে গেছে এবং মামলার খরচও বাঁচানো হয়েছে ।

    গত দু' বছর শি চি চুয়াং শহর বিভিন্ন পাড়ার অধিবাসীদের কলহ নিরসনের লক্ষ্যে প্রাথমিক স্তরে সমঝোতামূলক পদ্ধতি হিসেবে পাড়ায় পাড়ায় সমঝোতা কক্ষ স্থাপন করেছে । চিয়াং মিং পাড়ার সমঝোতা কক্ষ এ ক্ষেত্রে ভালো কাজ করেছে । এ পাড়ার সমঝোতা কক্ষের কর্মীরা ধৈর্য্যশীল ও খুঁটিনাটি কাজ করে প্রতিবেশীদের মধ্যকারবহু দ্বন্দ্ব মিটিয়ে ফেলেছেন । এ পাড়ার অধিবাসীরা মনেপ্রাণে তাদের প্রশংসা করেন ।

    শি চিয়া চুয়াং শহরের গণ সমঝোতাকারী কমিটির পরিচালক ফোং ইয়ু পিং তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেছেন ,

    বিভিন্ন পাড়ার সমঝোতা কক্ষ সত্যি সত্যিই বহু সামাজিক দ্বন্দ্বকে প্রাথমিক স্তরে মিটিয়ে ফেলেছে । পাড়াগুলোর সমঝোতামূলক কাজ ভালোভাবে করার জন্যে আমাদের সমঝোতাকারী কমিটি চীনা কমিউনিস্ট পার্টির বহু সদস্যকে গণ সমঝোতাকারী হিসেবে আমন্ত্রণ জানিয়েছি । এখন ছোট ব্যাপার হোক , বড় ব্যাপার হোক , সাধারণ লোকেরা সবসময় গণ সমঝোতাকারীদের কাছে সাহায্য প্রার্থণা করে থাকেন ।

    জানা গেছে , এ পর্যন্ত শি চিয়া চুয়াং শহরে মোট ১০ হাজারেরও বেশি পাড়া সমঝোতাকারী সংস্থা স্থাপিত হয়েছে । ১ লাখ ৭০ হাজার সমঝোতাকারী বিভিন্ন পাড়ায় তত্পর রয়েছেন । এ শহরের গণ সমঝোতাকারী কমিটির একজন কর্মকর্তা বলেছেন , এসব সমঝোতাকারী নবোত্থিত অর্থনৈতিক সংগঠন , বিভিন্ন মার্কেট ও বাজার ও পেশাগত সমিতিগুলোতে কাজ করছেন ।

    আজ পাড়াভিত্তিক সমঝোতা শি চিয়া চুয়াং শহরের জনসাধারণের বিবাদ নিরসনের ক্ষেত্রে প্রথম বাছাই বলে বিবেচিত হচ্ছে । এটি শি চিয়া চুয়াং শহরের মাঠ পর্যায়ের কর্মীদের কাজকর্মের নতুন ধারণা এনে দিয়েছে । এ শহরের আইন ব্যুরোর মাঠ পর্যায়ের কার্যকর্ম বিভাগের কর্মী চিয়া সিউ থিং মাঠ পর্যায়ের আইনগত কাজে পাড়াভিত্তিক সমঝোতার নিয়ামক ভূমিকার প্রশংসা করেছেন । তিনি বলেছেন ,

    পাড়াভিত্তিক সমঝোতার মর্যাদা গুরুত্বপূর্ণ । কেন না , এ কাজ চীনা জাতির সম্প্রীতির ওপর গুরুত্ব দেয়ার ঐতিহ্যবাহী উত্কৃষ্ট চরিত্রের সংগে সংগতিপূর্ণ । এ সমঝোতামূলক কাজ ভালোভাবে করতে পারলে জনসাধারনের মধ্যকার দ্বন্দ্ব নিরসন হবে এবং বিভিন্ন ধরণের মামলার সংখ্যা কমে যাবে । এ কাজ বর্তমান সম্প্রীতিময় সমাজতান্ত্রিক সমাজ গড়ে তোলার মর্মকথার সংগেও সংগতিপূর্ণ ।

    পাড়াভিত্তক সমঝোতামূলক কক্ষের প্রতিষ্ঠা যেমন স্থিতিশীল পাড়া গড়ে তোলার পক্ষে কল্যাণকর , তেমনি আইনগত সমঝোতা ও প্রশাসনিক সমঝোতার সামর্থ্যকে সংসংহত ও সম্পূর্ণ করেছে । ২০০৫ সালে শি চিয়া চুয়াং শহর মোট জনসাধারণের মধ্যকার ৯০ হাজারেরও বেশি দ্বন্দ্ব মিটিয়ে ফেলেছে । ২০০৬ সালে এ শহরের সমঝোতা সফল হওয়ার হার আরো বেড়েছে । এসব সাফল্যের পেছনে মাঠ পর্যায়ের পাড়াভিত্তিক সমঝোতাকারী কক্ষগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । এ শহরের আইন ব্যুরোর মাঠ পর্যায়ের কাজকর্ম বিভাগের কর্মী চিয়া সিয়াং থিং বলেছেন ,

    পাড়াভিত্তিক সমঝোতামূলক ব্যবস্থা চালু হওয়ার পর আমরা আরো ভালোভাবে জনগণের মধ্যকার বিবাদ নিরসন করতে পারছি । এভাবে বিবাদকারীদের কলহ তীব্র আকার ধারণ এড়ানো সম্ভব হয়েছে এবং সামাজিক সম্প্রীতিও বাস্তবায়িত হয়েছে ।

    বর্তমানে বিভিন্ন পাড়ার সমঝোতাকারী কক্ষের গঠনকার জোরদার করার পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক দ্বন্দ্ব সুষ্ঠুভাবে সমাধানের জন্যে শি চি চুয়াং শহর আরো সার্বিক পরিকল্পনা প্রণয়ন করেছে । এ পরিকল্পনা অনুসারে সংশ্লিষ্ট বিভাগ সামাজিক শৃংখলার বহমুখী সংস্কার চালিয়ে যাচ্ছে এবং ভ্রাম্যমাণ লোকদের আরো বেশি ও শ্রেষ্ঠ পরিসেবা প্রদানের প্রচেষ্টা চালাচ্ছে , যাতে তাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করা যায় । কল্পনা করা যায় যে , এসব পদক্ষেপ ভবিষ্যতে শি চিয়া চুয়াংবাসীদের জীবনকে আরো সম্প্রীতিময় করে তুলবে ।