|
|
(GMT+08:00)
2007-02-28 19:49:58
|
|
সি আর আই কোন সাল থেকে বাংলা অনুষ্ঠান প্রচার করছে?
cri
বাংলাদেশের বগুড়া জেলার ফালগুনী রেডিও নেস ক্লাবের পরিচালক সুলতান মাহমুদ তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, সি আর আই কোন সাল থেকে বাংলা অনুষ্ঠান প্রচার করছে? চীনে ছেলে এবং মেয়েদের বিয়ের নুন্যতম বয়স কত? এখন তাঁর প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। ১৯৬৯ সালের ১ জানুয়ারী বাংলা অনুষ্ঠানের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। এর আগে ইংরেজি বিভাগের একজন প্রবীন কর্মচারী বাংলা বিভাগ প্রতিষ্ঠার দায়িত্ব নেন । বাংলা অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে প্রচারের আগে প্রায় ছ' মাসের প্রস্তুতিমূলক কাজ ছিল। ভারতের পশ্চিম বাংলা রাজ্য থেকে আসা দু'জন প্রবাসী চীনা বাংলা বিভাগে যোগ দেন। তাঁরা বাংলা বিভাগের প্রথম দু'জন ঘোষিকা। পরে কয়েক জন ছাত্র-ছাত্রী পেইচিং ব্রককাস্টিং ইনস্টিউট থেকে স্নাতক হয়ে বাংলা বিভাগে যোগ দেন। বতর্মানে তাঁরা সবই অবসর নিয়েছেন। কিন্তু বাংলা বিভাগের জনশক্তির অভাব রয়েছে বলে অবসর নেওয়া সত্ত্বেও তাদের মধ্যে কয়েক জন এখনও বাংলা বিভাগে কাজ করছেন। তাঁরা হলেন, ম্যাডাম ফং সিও ছিয়েন, ম্যাডাম চুং সাও লি, মিস্টার ঠাং ইয়াও খ্যাং। তাঁরা একটানা ৩৬ বছর ধরে বাংলা বিভাগে কাজ করে এসেছেন। বাংলা বিভাগে তাদের অবদান উল্লেখযোগ্য এবং প্রশংসনীয়। এখন দিতীয়টি প্রশ্নের উত্তর দিচ্ছি। চীনের বিবাহ আইন অনুসারে চীনের ছেলে-মেয়ের নূন্যতম বিষয়ের বয়স হল: ছেলের বয়স ২৪ এবং মেয়ের বয়স ২২। কিন্তু আজকাল চীনের তরুন-তরুনীরা এ বয়সের মধ্যে খুব কম বিয়ে করে। শ্রোতা বন্ধুরা, চীনের বিবাহ প্রসংগে আমি একটু বেশী বণর্না করতে চাই। চীনের নয়া বিবাহ আইন অনুযাযী, চীনে স্ত্রীপুরুষের স্বেচ্ছা-পছন্দ, একবিয়ে এবং স্ত্রীপুরুষের সমানাধিকারের উপর বিবাহের ভিত্তি প্রতিষ্ঠিত। বিয়ে হওয়ার পর, বাড়ীতে স্বামী-স্ত্রী উভয়েই সম-মযার্দার অধিকারী। স্বামীর বা স্ত্রীর প্রত্যেকেরই নিজ নিজ পারিবারিক নাম ব্যবহারের অধিকার রয়েছে। মা-বাবা অবশ্যই শিশুদেরকে লালনপালন ও শিক্ষাদান করবেন, ছেলেমেয়েরা পিতামাতার ভরণপোষণ এবং দেখা-শুনার দায়িত্ব অবশ্যই গ্রহণ করবে। শিশুরা তাদের বাবার অথবা মার পারিবারিক নাম গ্রহণ করতে পারে। নয়া বিবাহ অনুসারে, যারা একই বংশোদ্ভতবা সরাসরি রক্তের সম্পর্ক রয়েছে তাদের মধ্যে বিবাহ নিষেদ্ধ। চীনের বিবাহ সম্বন্ধে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে তাহলে চিঠি লিখে জানাবেন।
|
|
|