প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানে আমরা আগের মতো সুন্দর সুন্দর গান শুনবো।
বাংলাদেশের বগুড়া জেলার সোনাপুর জোড়গাছা গ্রামের প্রিয় জন্মভূমি বেতার সংঘের সম্পাদক মো: আশাদুল ইসলাম ( আশা ) আমাদের অনুষ্ঠানে শিল্পী বেবী নাজনীনের গাওয়া গানটি শুনতে চেয়েছেন। গানের কলি হচ্ছে আমার তুম ভাঙ্গহিয়া দিল। কিন্তু গানটি আমাদের হাতে নেই। এর জন্যে আমি খুব দুঃখিত। তাই "টিপ টিপ বৃষ্টি"নামে বেবী নাজনীনের গাওয়া আরেকটি গান শোনাচ্ছি। আশা করি, শ্রোতাবন্ধুরা পছন্দ করবেন।
বাংলাদেশের দিনাজপুর জেলার গছাহার বেতার শ্রোতা ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্ব নাথ দাস ( বিশু ) আমাদের অনুষ্ঠানে আসিফের কন্ঠে "ও প্রিয়া ও প্রিয় তুমি কোথায়"এই গান শুনতে চেয়েছেন। আচ্ছা, প্রিয় বন্ধু, এখন আমি আপনার চাওয়া পূরণ করছি।
টাংগাইল জেলার বংশী নগর গ্রামের মো: রিপন মিয়া এবং ভারতে পশ্চিম বঙ্গের জোচবিহার জেলার আমলাপুড়ি গ্রামের শ্রী তপন বসাক আমাদের অনুষ্ঠানে শিল্পী মান্নানদের গাওয়া "কফি হাউজের সেই আড্ডা আজ আর নেই"নামে গানটি শুনতে চেয়েছেন। আচ্ছা, প্রিয় বন্ধুরা, আমার সঙ্গে গানটি উপভোগ করবো।
বাংলাদেশের দিনাজপুর জেলার তাজনগর (সাতবাড়ী) গ্রামের "মন-তার"আন্তর্জাতিক বেতার শ্রোতাব সংঘের মো: আনোয়ার হোসেন( আকাশ ) তাঁর চিঠিতে লিখেছেন, আমি "চাওয়া পাওয়াতে" একটি পছন্দের গান শুনতে চাই। গানটি হল "রিটান টিকেট হতে লইয়া আইসাছি এই দুনিয়ায় টাইম হইলে যাইতে হইবে যাওয়া ছাড়া নাই উপায়"। এই গানের শিল্পী মমতাজ বেগম। আচ্ছা, প্রিয় বন্ধুরা, চলুন, একসাথে গানটি শুনবো।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানে শেষ হল। আমাদের অনুষ্ঠানে কার কন্ঠে কি গান শুনতে চান, আমাকে লিখে জানাবেন। চিঠির খামে চাওয়া পাওয়া উল্লেখ করবেন। আশা করি, আরো বেশী শ্রোতাবন্ধুরা আমাকে চিঠি লিখবেন। আজকের অনুষ্ঠান শোনার জন্যে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে।
|