হাজার মুখের ভিড়ে আমি,
খুঁজি একটি মুখ
সে আমার জন্মভুমি
আমার মায়ের মুখ।
মায়ের মুখে মাথা রেখে
পাই যে অনেক শান্তি,
হাজার কাজের মাঝেও
জুড়ায় আমার সকল ক্লান্তি।
---বাংলাদেশের বগুড়া জেলার নিমাইদীঘি গ্রামের সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট এম.আব্দুর রাজ্জাক।
|