চীনের ইয়াং শি নদীর তিন গিরিখাত প্রকল্পের ডান তীরের নিচের দিকে অবস্থিত জলস্রোত ঠেকানোর জন্য নির্মিত বাঁধ ২৮ ফেব্রুয়ারী বিকেল তিনটায় এক বিস্ফোরণের মাধ্যমে সাফল্যের সঙ্গে ভেঙ্গে দেয়া হয়েছে ।
এবারকার বিস্ফোরণের কাজ সম্পন্ন করার জন্য মোট সাড়ে ২০ টন বিস্ফোরক ব্যবহার করা হয়েছে , ২০ হাজার কিউবিক মিটার মাটি ও পাথর সরিয়ে নেয়া হয়েছে । বিস্ফোরণের জন্য ১২.৩৬ সেকেন্ড সময় লেগেছে । নিচের দিকে অবস্থিত বাঁধ সরিয়ে নেয়ার পর তিন গিরিখাত প্রকল্প পুরোপুরিভাবে জলস্রোত ঠেকানোর ভূমিকা পালন করবে । এর পাশাপাশি তিন গিরিখাত প্রকল্পের ডান তীরের প্রথম দফা বিদ্যুত্ উত্পাদনকারী যন্ত্রমন্ডলের কাজও শুরু হবে ।
তিন গিরিখাত প্রকল্প হচ্ছে বিশ্বের বৃহত্তম জলসেচ প্রকল্প ।
|