চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র লি উই ই ২৮ ফেব্রুয়ারী বলেছেন , তথাকথিত স্বাধীন তাইওয়ান অপপ্রয়াসী শক্তি ২৮ ফেব্রুয়ারী বিদ্রোহের সত্যতা বিকৃত করার যে অপচেষ্টা চালিয়েছে , তার উদ্দেশ্য তাইওয়ানের জনগণ ও সমাজের মধ্যে বৈরীতা সৃষ্টি করা এবং তাদের স্বাধীন তাইওয়ান অপপ্রয়াসের জন্য প্রচার করা । এতে ব্যাপক তাইওয়ানবাসীদের স্বার্থ ক্ষুন্ন হয়েছে ।
লি উই ই এ দিন পেইচিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন । তিনি বলেছেন , ১৯৪৭ সালের ২৮ ফেব্রুয়ারী তখনকার কুওমিনটাং পার্টির একনায়কত্বের বিরুদ্ধে তাইওয়ানবাসীরা যে দেশপ্রেমিক , গণতান্ত্রিক উপায়ে স্বপ্রর্নোদিত আন্দোলন চালিয়েছে , তা চীনা জনগণের মুক্তি সংগ্রামের একটি অংশ । দুই তীরের স্বদেশীরা বিনিময় জোরদার করবে , উপলব্ধি বাড়াবে এবং দুই তীরের শান্তিপূর্ণ উন্নয়নের ভবিষ্যত সৃষ্টি করার জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাবে বলে মূলভূভাগ আশা করে ।
|