v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-28 18:24:40    
চীন আইনের মাধ্যমে কৃষি শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষা করছে

cri
    চীনের প্রায়বিশ কোটি কৃষি শ্রমিকের অধিকার ও স্বার্থ রক্ষার সমস্যা সকলের দৃষ্টি আকর্ষণ করছে । সম্প্রতি এক সাক্ষাত্কারে চীনের সরকারী ও বেসরকারী আইনকর্মী বলেছেন , তারা বিনা পারিশ্রমিকেও নানা ব্যবস্থার মাধ্যমে শহরে মজুরী করতে আসা কৃষি শ্রমিকদের আইনগত সাহায্য করছেন ।

    কং সিচিং পেইচিংয়ে মজুরীরত একজন কৃষি শ্রমিক । ২০০৪ সালে যে নির্মাণ কোম্পানিতে তিনি মজুরী করছেন সেই কোম্পানি সময়মতো তাকে বেতন দেয়নি । অনেকবার কোম্পানির সঙ্গেযোগাযোগ করলেও তার সমস্যার সমাধান হয়নি । কং সিচিং ও তার মতো মজুরী পাননি এমন কয়েকজন কৃষি শ্রমিক বন্ধু আইনগত সাহায্যপাবার আশায় এক আইন সংস্থায় এসেছেন । আইন সংস্থার কর্মীদের সাহায্যে কং ও তার বন্ধুরা কয়েকদিনের মধ্যেই নিজদের প্রাপ্য মজুরী পেয়েছেন । কং বলেছেন,আগে এমন সমস্যা হলে কার সাহায্য পাব তা জানতাম না ।এখন আইন সংস্থার সাহায্যে আমরা আমাদের প্রাপ্য মজুরী পেয়েছি । আইন সংস্থার সাহায্য পাওয়ায় আমরা খুবনিশ্চিত এবং খুশী হয়েছি ।

    কং সিচিংকে আইনগত সাহায্য দেয়া সংস্থার নাম হল , পেইচিংয়ে মজুরী করতে আসা কৃষি শ্রমিকদের আইনগত সাহায্য দান কেন্দ্র । কেন্দ্রটির কর্মকর্তা থোং লিহুয়া জানিয়েছেন , গত কয়েক বছরে চীনের শিল্পায়ন ও শহরায়ন দ্রুত হওয়ায় কং সিচিংয়ের মতো অনেক কৃষক শহরে মজুরী করতে এসেছেন । এখন সারা চীনে প্রায় ৮০ কোটি কৃষকের মধ্যে প্রায় বিশ কোটি কৃষকই কৃষি শ্রমিক হিসেবে শহরে মজুরী করতে আসেন । পরিচালনা ও তত্ত্বাবধানের অভাবে কিছু কৃষি শ্রমিকমাঝেমাঝে ক্ষতিগ্রস্ত হন । তাদের মধ্যে অনেকের প্রয়োজনীয় আইনগত জ্ঞান নেই । তারা কম মজুরী পান । যখন অধিকার ও স্বার্থের ক্ষতিগ্রস্ত হয় তখন তারা জানেন না , কিভাবে এবং কোথায় অভিযোগ দাখিল করতে পারবেন । থোং লিহুয়ার এই আইন সংস্থা বিনা পারিশ্রমিকে তাদেরকে আইনগত সাহায্য দানের একটি বিশেষ সংস্থা ।

    থোং লিহুয়া বলেছেন, কৃষি শ্রমিকদের মজুরী এবং কর্মের সময় আহতদের বিশেষ আইনগত পরামর্শ ও সাহায্য দেয়া ছাড়াও এই বিশেষ সংস্থাটি কৃষি শ্রমিকদের মধ্যে আইনগত জ্ঞান জনপ্রিয় করার দায়িত্বও পালন করে আসছে । এ সম্পর্কে থোং লিহুয়া বলেছেন , আমরা বিনাপারিশ্রমিকে কৃষি শ্রমিকদের মধ্যে আইনগত জ্ঞানের বই বিতরণও করি । তাদেরকে সাহায্য দেয়ার সঙ্গে সঙ্গে তাদের অধিকার রক্ষার সামর্থকেও বাড়িয়ে দেই ।

    থোং লিহুয়া বলেছেন , পরবর্তীকালে তারা সারাদেশের ১৫টি প্রদেশ , কেন্দ্রশাসিত মহা নগর ও স্বায়ত্তশাসিত অঞ্চলে আইনগত সাহায্য কেন্দ্র স্থাপন করবেন ।

    গত কয়েক বছরে চীনের আইন বিভাগ কৃষি শ্রমিকদের বিনা পারিশ্রমিকেআইনগত সাহায্য করার ব্যবস্থা নিয়ে আসছে । কৃষি শ্রমিকদের আইনগত সাহায্য করার সময় চীনের আইন বিভাগ অনবরতভাবে কর্মেরপ্রণালীকে উন্নত ও সহজ করেছে । উত্তর পূর্ব চীনের লিয়াও নিং প্রদেশের সেনইয়াং শহরে আদালত , শ্রম ও সামাজিক নিরাপত্তা ব্যুরো সহ বিভিন্ন বিভাগ নিয়ে গঠিত একটি আদালত রয়েছে । এই আদালত বিশেষভাবে কৃষি শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংশ্লিষ্ট মামলা নিয়ে কাজ করে । আদালতের কর্মকর্তা ওয়েই সিয়াওতুং বলেছেন , অভিযোগের প্রণালী সহজতর করার এবং কৃষি শ্রমিকদের সুবিধা প্রদান হচ্ছে এই আদালত স্থাপনের প্রধান উদ্দেশ্য। যাতে যততাড়াতাড়ি সম্ভব নিজের বেতন বা মজুরী তারা পেতে পারেন । তিনি বলেছেন ,যাতে কৃষি শ্রমিকরা আমাদের এই কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার আগে তাদের মজুরী পেয়ে যান তার জন্যে আমরা সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যাব ।

    কৃষি শ্রমিকদের আইনগত সাহায্য দেয়ার কাজ জোরদারের সঙ্গে সঙ্গে কৃষি শ্রমিকদের অধিকার ও স্বার্থকে নিশ্চিত করা হয়েছে । এক পরিসংখ্যানে জানা গেছে , ২০০৬ সালে চীনের বিভিন্ন এলাকার স্থানীয় আইন সংস্থা মোট এক লাখ বিশ হাজার কৃষি শ্রমিককে আইনগত সাহায্য দিয়েছে । ২০০৫ সালের তুলনায় এই সংখ্যা ৬৫ শতাংশ বেড়েছে ।