জাপানের "জাতীয় নিরাপত্তা সম্মেলন" এর সাংগঠনিক গ্রুপ ২৭ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী ভবনে অনুষ্ঠিত এক সভায় নির্ধারণ করেছে যে, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার মহাসচিব, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী নিয়ে "জাতীয় নিরাপত্তা সম্মেলন" গঠিত হবে । এ সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট প্রধানমন্ত্রী আবে সিনজোকে দেয়া হবে।
রিপোর্টটিতে কংগ্রেসকে "নিরাপত্তা সম্মেলনের বন্দোবস্ত আইন" সংশোধন এবং আগামী বছর এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে "জাতীয় নিরাপত্তা সম্মেলন" চালু করার কথা বলা হয়েছে। রিপোর্টে উল্লেখ্য করা হয়েছে, "জাতীয় নিরাপত্তা সম্মেলনের" কর্তব্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে কূটনীতি ও নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয়াদির মৌলিক নীতির পর্যালোচনা, বহু সরকারী বিভাগের গুরুত্বপূর্ণ পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ঘটনা নিষ্পত্তির মৌলিক নীতির পর্যালোচনা করার পাশাপাশি "জাতীয় নিরাপত্তা সম্মেলন" বর্তমান নিরাপত্তা সম্মেলনের দায়িত্ব পালন করবে।
|