২৮ ফেব্রুয়ারী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মূ হিউন আনুষ্ঠানিকভাবে উরি পার্টি থেকে পদত্যাগ করেছেন । তিনি একজন নির্দলীয় প্রেসিডেন্ট হিসেবে তাঁর কার্যমেয়াদের শেষ বছরের দায়িত্ব পালন করবেন ।
২২ ফেব্রুয়ারী তিনি উরি পার্টি থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। প্রেসিডেন্ট ভবনের মুখপাত্র ইয়ুন সেং ইয়োং বলেছেন, তাঁর পার্টি থেকে পদত্যাগ করার প্রধান কারণ হলো উরি পার্টির অসঙ্গতি দূর করা এবং নির্বাচনে প্রেসিডেন্টের নিরপেক্ষতা বজায় রাখা ।
সংশ্লিষ্ট চুক্তি অনুযায়ী রোহ মু হিউন পার্টি থেকে পদত্যাগ করার পর, উরি পার্টি নির্বাহী পার্টির ক্ষমতা হারিয়েছে । ২০০৭ সালের জুন মাসের আগে এ পার্টি পুনরায় নতুন পার্টি প্রতিষ্ঠা করবে ।
|