শ্রীলংকার সরকার বিরোধী সশস্ত্র সংস্থা--দি লিবারেশন টাইগার অব তামিল ২৭ ফেব্রুয়ারী শ্রীলংকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের হেলিকপ্টারের ওপর যে হামলা চালিয়েছে , ইইউ'র পালাক্রমিক চেয়ারম্যান দেশ জার্মানী এক বিবৃতিতে তার তীব্র নিন্দা করেছে এবং আশা করে আহতরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ।
বিবৃতিতে বলা হয়েছে , এ গুরুতর হামলা শ্রীলংকার পরিস্থিতির ওপর ইইউ'র উত্কন্ঠা আবার বাড়িয়ে তুলেছে । ইইউ সংঘর্ষে লিপ্ত উভয় পক্ষকে অবিলম্বে হিংসাত্মক তত্পরতা বন্ধ করা , পুনরায় আলোচনা শুরু করা এবং সংঘর্ষ অবসানের পদ্ধতি খুঁজে বের করার তাগিদ দিয়েছে । ইইউ অব্যাহতভাবে শ্রীলংকার শান্তি প্রক্রিয়াকে সমর্থন করে।
|