ইরাকের পুলিশ ২৭ ফেব্রুয়ারী জানিয়েছেন, ইরাকের উত্তরাংশের শহর মোসুলে এ দিন একাধিক বার বিস্ফোরণ ও হামলা ঘটেছে। এতে কমপক্ষে ১১জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে।
এ দিন বিকালে একজন আত্মঘাতী একটি গাড়ি চালিয়ে মোসুলের পশ্চিমাংশের একটি পুলিশ স্টেশনে প্রবেশ করে গাড়ির বিস্ফোরণ ঘটিয়েছে। এতে ৭ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে অধিকাংশই হলো পুলিশ।
এ দিন সকালে মোসুলের উত্তর-পশ্চিমাঞ্চলেও এক আত্মঘাতী হামলা ঘটেছে, এতে ৪ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে।
একই দিন সন্ধ্যায় একজন আক্রমণকারী একটি ট্রাক চালিয়ে মোসুলের দক্ষিণাংশের একটি ইরাকী বাহিনীর ঘাঁটিতে প্রবেশের অপচেষ্টা চালায়। সৈন্যরা তাকে গুলি করে হত্যা করেছে। ট্রাকে বহন করা বিস্ফোরকের বিস্ফোরণ হয়েছে। এতে ২ জন সৈন্য আহত হয়েছেন।
|