v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-27 20:39:06    
সুরের ভূবন—বসন্ত উত্সব সম্পর্ক লোক সংগীত

cri
    ১লা বৈশাখ হচ্ছে বাংলাদেখের নববর্ষ তেমনি ১৮ ফেব্রুয়ারী হচ্ছে চীনের ঐতিহ্যবাহী উত্সব—বসন্ত উত্সব। চীনাদের জন্য এটা হচ্ছে সারা বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্সব। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের চীনের বসন্ত উত্সবের রীতিনীতি সম্পর্কিত কয়েকটি লোক সংগীত শোনাবো এবং গানগুলোর ব্যাখ্যা করবো। আশা করি, বন্ধুরা আমরা এক সঙ্গে উত্সবের আনন্দ ভাগাভাগি করে উপভোগ করতে পারবো।

    বন্ধুরা, এখন আপনারা যে গান শুনছেন, তা উত্তর-পশ্চিম চীনের লোক সংগীত 'ঝুলোনো লাল লন্ঠণ'। গানটিতে শ্রুতিমধুর ও আনন্দদায়ক সুরে বসন্ত উত্সব উপলক্ষে উত্তর চীনের গ্রামের প্রত্যিটি বাড়ির দরজায় লন্ঠণ ঝুলোনোর রীতিনীতির কথা বর্ণনা করা হয়েছে। গানের কথা হলঃ চান্দ্রিক পঞ্জিকার প্রথম মাস হচ্ছে নতুন বছর। কাগজের লন্ঠণ দরজায় ঝুলানো। লন্ঠণ বাতাসে দুলছে আর আনন্দের আলো, খুশীর আলো ছুড়িয়ে যাচ্ছে। আমার তোমার ভূবন ছাড়িয়ে বিশ্বময়। আমার ভাইয়ের সঙ্গে আমি নতুন বছর উদযাপন করি।

    বসন্ত উত্সব হচ্ছে চীনের চান্দ্র নববর্ষের প্রথম দিন। চীনা মানুষের জন্যে তা একটি পূর্ণাঙ্গ 'বছর'। সুতরাং বসন্ত উত্সব উদযাপন করাকে 'ভালোভাবে আগামী বছর কাটানো'র আকাঙ্খার কথা বলা যায়। চীনের ঐতিহ্যবাহী উত্সবগুলোর মধ্যে, মানুষ বসন্ত উত্সবের ওপর গুরুত্ব দেয়। সেইজন্য বসন্ত উত্সব উদযাপনের দিনক্ষণ খুবই আড়ম্বরপূর্ণ হয়।  

    এখন আপনারা যে সংগীত শুনছেন, তা মা কুয়াংলুর সৃষ্ট যন্ত্র সংগীত 'আনন্দময় নববর্ষ'। সংগীতটিতে উদ্দীপনাময় সুরে নতুন বছরের শুরুতেই যেন সবই নতুন আমেজে নতুন চেতনায় এগিয়ে যাবে এই তথ্য জানানো হয়েছে। আচ্ছা, তাহলে এখন শুনুন এই সংগীতটি।

'আ সি লি সি' হচ্ছে দক্ষিণ-পশ্চিম চীনের সংখ্যালঘু জাতি ই জাতির শিশুদের খেলা র সংগীত। ই ভাষায় 'আ সি লি সি'র অর্থ হচ্ছে 'আমরা ভালো বন্ধু'। রচয়িতা জু ই ই জাতির এই শিশু সংগীতটি ও অন্য ই জাতির গানের ধারা অনুযায়ী, এই 'আ সি লি সি' সৃষ্টি করেছেন। গানটিতে ই জাতি লোকজনের গান গাওয়া ও নৃত্যের আনন্দের অনুভূতির কথা বর্ণনা করা হয়েছে। বন্ধুরা এখন শুনুন এই গানটি!

    ইয়ু কু জাতি হচ্ছে পশ্চিম চীনের কানসু প্রদেশের সংখ্যালঘু জাতি। প্রধাণত তারা পশুপালন কাজে ব্যস্ত থাকে। সংগীত ও নৃত্য হচ্ছে তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সমবেতভাবে বাজানো লোকসংগীত 'ইয়ু কু নৃত্য সংগীত' হচ্ছে রচয়িতা খাং চিয়ানতোং এর সৃষ্ট একটি সংগীত। সংগীতে ইয়ুকু জাতির মানুষের উত্সব পালন করার মনোভাব ও ইয়ুকু জাতির মানুষদের সরল ও উদার গুণের কথাই এই গানে প্রকাশিত হয়েছে।

    এতক্ষণ আপনারা 'ইয়ু কু নৃত্য সংগীত' শুনলেন। বন্ধুরা আজকের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে গেছি, এখন আমরা তাইওয়ানের শিল্পী পান ওয়েইবোর গান 'পূজায় খুশী' শুনুন। আমি বিশ্বাস করি, আনন্দদায়ক সুরের এই আনন্দময় ক্ষণকে আপনারা বুঝতে পারবে এবং খুঁজে পারেন জীবনের সুসময় ইতিবাচক দিকগুলো।

    আজকের সুরের ভূবন অনুষ্ঠান এখানেই শেষ করছি। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের আনন্দ দিয়েছে। শোনার জন্য ধন্যবাদ, আগামী সপ্তাহে আবার কথা হবে। শুভ বসন্ত উত্সব। শুভ হোক চীনা নববর্ষ।