এইডস রোগে আক্রান্ত চীনের অনাথ ও তাদের জীবনযাপন ভিত্তিক একটি প্রামাণ্য চলচ্চিত্র৭৯তম অস্কার প্রতিযোগিতায় সর্বশ্রেষ্ঠ স্বল্প দৈঘ্যের প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে । এটাই এবারকার অস্কার পুরস্কার নির্বাচনে চীনা চলচ্চিত্র শিল্পীদের অর্জিত একমাত্র পুরস্কার ।
চীন ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে তৈরী এই প্রামাণ্য চলচ্চিত্রে এইডস রোগে আক্রান্ত দরিদ্র শিশুদের প্রতি পূর্ব চীনের আন হুই প্রদেশের ফু ইয়াং শহরের এইডস রোগ প্রতিরোধ সমিতির সমবেদনা ও সাহায্য এবং উত্সবে তাদের আনন্দপূর্ণ প্রীতি-সম্মিলনীকে তুলে ধরা হয়েছে ।
চীন এইডস রোগের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে । পরিসংখ্যান থেকে জানা গেছে , বর্তমানে চীনে এইডস রোগের ভাইরাস বহনকারীর সংখ্যা সাড়ে ছ' লাখে দাঁড়িয়েছে । এ পর্যন্ত চীনে ৭৬ হাজার অনাথ এইডস রোগে আক্রান্ত হয়েছে ।

চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , চীনে কিশোর কিশোরীদের এইডস রোগমুক্ত একটি অভিযান চালানো হবে এবং এইডস রোগে আক্রান্ত অনাথদের ত্রাণ ও সাহায্য বিষয়ক ধারাবাহিক কর্মসূচী পূর্ণাঙ্গ করে তোলা হবে ।
|