উত্তর চীনের থিয়ান চিন মহানগর ও চীনের রাজধানী পেইচিংয়ের মধ্যে আন্তরেল পথের নির্মাণকাজ পুরোদমে চলছে । অনুমান করা হচ্ছে , পেইচিং -থিয়ান চিন আন্তরেল পথ ২০১০ সালের শেষ নাগাদ চালু করা হবে । তখন থিয়ান চিন থেকে পেইচিংয়ে যাওয়ার জন্য মাত্র দেড় ঘন্টা লাগবে ।
জানা গেছে , ২০১০ সালের শেষ নাগাদ পেইচিং-থিয়ান চিন আন্তরেল পথ যথাক্রমে থিয়ান চি রেল স্টেশন ও পেইচিংয়ের দক্ষিণ রেল স্টেশনের সঙ্গে সংযুক্ত হবে । তখন এই দুই মহানগরীর মধ্যে চলাচলের জন্য অর্ধেক সময় কমে যাবে ।
|