চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২৭ ফেব্রুয়ারী পেইচিংয়ে এক সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেছেন , চীন অবিচলভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথ অনুসরণ করে আসছে এবং তা বিশ্ব শান্তি সুরক্ষা ও যৌথ উন্নয়ন ত্বরান্বিত করার একটি গুরুত্বপূর্ণ শক্তি ।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট রিচার্ড চেনি সম্প্রতি সিডনিতে চীনের সামরিক শক্তি সম্পর্কে যে মন্তব্য প্রকাশ করেছেন , সে সম্পর্কে সংবাদদাতাদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেছেন । তিনি বলেছেন , চিন কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যার ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছে আর ভূমিকা পালন করছে , তা থেকে বোঝা যায় যে , চীন ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র ও তার বাহক হাতিয়ারের বিস্তৃতির পরিপন্থী । চীন বরাবরই শান্তিপূর্ণ উপায়ে মহাকাশকে কাজে লাগিয়ে আসছে , মহাকাশে অস্ত্র প্রতিযোগিতার বিরোধীতা করে আসছে এবং মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা নিষিদ্ধকরণের চুক্তি স্বাক্ষর করতে যথাশীঘ্র বৈঠক করার জন্য চীন বরাবরই বিশ্ব সম্প্রদায়কে উত্সাহ দিয়ে আসছে ।
|