v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-27 19:21:51    
চীনের লোকবিশেষজ্ঞ ওয়াং জুও চি

cri
    প্রতি বছরের বসন্ত উত্সবের সময়ে লোকবিশেষজ্ঞ ওয়াং জুও চি'র বছরের ব্যস্ততম সময়। কারণ তিনি বিভিন্ন অঞ্চলের মিও হুই অর্থাত পার্কে আয়োজিত আমোদ-প্রমোদ অনুষ্ঠান পরিচালনা নিয়ে ব্যস্ত থাকেন। তরণ-তরুণীদের কাছে বসন্ত উত্সবের রীতিনীতি ব্যাখ্যা করতেও তিনি খুবই পছন্দ করেন।

    ৬৮ বছর বয়স্ক ওয়াং জুও চি ছোটবেলায় বাবা'র সঙ্গে পেইচিংয়ের পথে পথে ঘুড়ে বেড়িয়েছেন। এ সময়ে তিনি চীনের লোকজ ক্ষেত্রের প্রতি খুব বেশি অনুভূতি হয়। ১৯৫৬ সালে ওয়াং জুও চি আনুষ্ঠানিকভাবে বিখ্যাত লোকবিশেষজ্ঞ চিন শো শেনের কাছ থেকে লোকজ ক্ষেত্রে দিক্ষা নিতে শুরু করেছেন।

    ওয়াং জুও চি চীনের অনেক জায়গায় গিয়েছিলেন। তিনি সংগ্রহিত তথ্যগুলো নিজের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নিজের লোকজ তত্ব তৈরী করেছেন। তিনি মনে করেন লোকজ ঐতিহ্যের মধ্যে জনসাধারণের আশাআকঙ্খা সুপ্ত রয়েছে। যেমন বসন্ত উত্সবের সময়ে দরজায় দেবতার ছবি লাগানো এর অন্যতম। ওয়াং জুও চি বলেছেন:  

    "লোকজ রীতি হচ্ছে একটি শুভ কামনার প্রতীক, হৃদয় গ্রাহীণ রীতি সুষম সমাজ গঠনের জন্য অনুকূল। দেবতা আসলে মানুষের হৃদয়ে থাকে, তাদের উপর মানুষের স্বপ্ন ও আশাআকঙ্খা রয়েছে। নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য মানুষরা একটি দেবতার মূর্তি সৃষ্টি করেছে। "

    ওয়াং জুও চি'র চোখে মানুষের স্বপ্ন ও আশাআকঙ্খায় সংস্কৃতির মূল্য রয়েছে। কিন্তু আধুনিকায়নের সঙ্গে সঙ্গে এসব ঐতিহ্যিক বিষয় ক্রমাগত মানুষের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এসব সংস্কৃতি সম্পদ সুরক্ষার জন্য ওয়াং জুও চি বেতারে একটি বিশেষ অনুষ্ঠান উপস্থাপন করেছিলেন। ছয় মাসের মধ্যেই অনুষ্ঠানটি খুব জনপ্রিয় হয়েছিলো। শ্রোতা বন্ধুরা মেসেজ বা ফোনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে খুব আগ্রহী। ওয়াং জুও চি'র মতে আধুনিক অর্থনীতির উন্নয়নের সঙ্গে সঙ্গে ঐতিহ্যিক সংস্কৃতি'র উন্নয়ন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ওয়াং জুও চি নিয়মিত সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের জন্য সাংস্কৃতিক সম্পদ ও অর্থনীতিকে সংযুক্ত করে উন্নয়নমূলক ক্লাস নেন। তিনি বলেছেন, চীনা ব্যবসায়ীদের জানতে হবে যে অর্থনীতি সংস্কৃতির সঙ্গে সংযুক্ত হলে উন্নয়নের ভবিষ্যতে আরো উজ্জ্বল হবে। তিনি বলেছেন:

    "অনেক ব্যবসায়ী ও পরিচালক বলেছে, তারা আমার কাছ থেকে লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি'র সম্পর্কে শুনতে চায়। এই বিষয় হলো কিভাবে সাংস্কৃতিক ব্যবসায়ী হওয়া যায়। সংস্কৃতি'র সঙ্গে যুক্ত না করে ব্যবসার উন্নয়ন খুব্ই সীমিত হবে। আমি এখন গ্রামাঞ্চলে একটি ক্লাস নিচ্ছি, তা হলো বসন্ত উত্সব ও ব্যবসার সুযোগ। এই বিষয়টি খুবই জনপ্রিয় ছিল।"

    ওয়াং জুও চি'র ক্লাস শুধু চীনা লোকজন পছন্দ করে তা নয়, বিদেশী লোকেরাও তার ক্লাস শুনে খুবই পছন্দ করে। গত বছর একটি সরাসী প্রতিনিধি দল চীন সফর করে গেছে। ওয়াং জুও চি বিদেশী অতিথিদের পেইচিংয়ের ঐতিহ্যিক রীতিনীতি ব্যাখ্যা করেছেন। সবাই শুনতে খুব আগ্রহী ছিল। সম্প্রতি চীন ও জাপানের একটি যৌথ ফোরামে ওয়াং জুও চি বিশটিরও বেশি শিশুদের খেলা এবং তাদের পরিবর্তনের ইতিহাস সম্পর্কে ব্যাখ্যা করেছেন। সবাই শুনে খুব অবাক হয়েছে।

    ওয়াং জুও চি'র মতে ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস হবে চীনের ঐতিহ্যিক সংস্কৃতির বিশ্বে সম্প্রসারণ ও উন্নয়নের একটি সুযোগ। তিনি বলেছেন:  

    "আমার মতে যে শহরে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে সে শহরের বৈশিষ্টগুলো স্পষ্টভাবেই সেখানে তুলে ধরা উচিত। এই সুযোগের মাধ্যমে আমরা পেইচিংয়ের স্বীকার বৈশিষ্টগুলো ভালভাবে বিশ্বের অতিথিদেরকে দেখাতে ও জানাতে পারবো।"