চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২৭ ফেব্রুয়ারী পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের ভিত্তিতে সক্রিয় ও গঠনমূলক মনোভাব নিয়ে মিয়ানমারের শান্তিপূর্ণ পুনর্মিলন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা উচিত।
চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়ান শুয়েন ২৫ ফেব্রুয়ারী থেকে মিয়ানমারে সফর করেছেন এবং মিয়ানমারের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপক্ষিয় সম্পর্ক ও অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন।
ছিন কাং বলেছেন, চীন সবসময় মনে করে, মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার মিয়ানমার সরকার ও জনগণের স্বাধীনভাবে আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। বৈঠকে থাং চিয়ান শুয়েন বলেছেন, চীন আন্তরিকভাবে আশা করে, মিয়ানমারের রাজনীতি স্থিতিশীল, অর্থনীতি উন্নয়নশীল, সেখানে বিভিন্ন জাতির সহাবস্থান এবং জনগণ সুখ-শান্তিতে বসবাস করছে।
|