v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-27 18:52:46    
গত ১০ বছরে কেন্দ্রশাসিত মহা নগর ছুংছিং শহরের অর্থনীতিতে বিরাট অগ্রগতি হয়েছে

cri
    চীনের ছুংছিং শহরের একজন কর্মকর্তা ২৭ ফেব্রুয়ারী পেইচিংয়ে বলেছেন , ১৯৯৭ সালে কেন্দ্রশাসিত মহা নগর হওয়ার পর থেকে এ পর্যন্ত ১০ বছরে ছুছিং শহরের অর্থনীতির বিরাট অগ্রগতি হয়েছে । ছুংছিং শহর কেন্দ্রশাসিত মহা নগরের অবকাঠামোগত ও আঞ্চলিকপ্রাধান্যকে কাজে লাগিয়ে অব্যাহতভাবে অর্থবিনিয়োগেউত্সাহিত করবে এবং পশ্চিম অঞ্চলের অর্থনীতির উন্নয়নকে ত্বরান্বিত করবে ।

 চীনের বৃহত্তম নদী ইয়াংসি নদীর  উজান অববাহিকা ও  পশ্চিম চীনে অবস্থিত ছুংছিং  শহর  চীনের পুরনো শিল্পের কেন্দ্র। এর লোকসংখ্যা প্রায় তিন কোটি  ।  ১৯৯৭ সালে  ছুংছিং শহর  একটি কেন্দ্রশাসিত  মহা নগরে পরিণত হয়েছে। পেইচিং , সাংহাই ও থিয়েনচিন সহ তিনটি শহরের মতোই  ছুংছিং  শহর সরাসরি  চীনের কেন্দ্রীয় সরকারের শাসনাধীন  একটি প্রাদেশিক  প্রশাসনিক ইউনিট ।  এ বছর  ছুংছিংয়ের কেন্দ্রীয়শাসিত মহা নগরে পরিণত হওয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী ।  ২৭ ফেব্রুয়ারী  ছুংছিং শহরের ভাইস মেয়র  হুয়াং ছিফান এক সংবাদ সম্মেলনে বলেছেন ,  কেন্দ্রীয় মহা নগর হওয়ার পর বিশেষ করে পশ্চিম চীনের মহা উন্নয়ন নীতি চালু হওয়ার পর  ছুংছিং শহরের  আর্থ-সামাজিক উন্নয়নে বিরাট অগ্রগতি হয়েছে ।১৯৯৬ সালে  ছুংছিং শহরের  শিল্প উত্পাদনের বিক্রয়মূল্য মাত্র  ১০০ বিলিয়ন রেনমিনপি ছিল । ২০০৬ সালে  এটা  ৪২০ বিলিয়ন রেনমিনপিতে দাঁড়িয়েছে ।  শিল্পের অবকাঠামোগত দিক থেকে বলতে গেলে ছুংছিং শহরের শিল্প গাড়ি ও  মটর সাইকেল শিল্পথেকে ধাপেধাপে  বিদ্যুত উত্পাদন ও জ্বালানি শক্তি , গাড়ি ও মটর সাইকেল, সাজসরঞ্জাম শিল্প, ভারি রসায়ন শিল্প আর হাইটেক শিল্প সহ পাঁচটি প্রধান শিল্পে পরিণত হয়েছে । 

  হুয়াং ছিফান বলেছেন ,  গত ১০ বছর ছুংছিং শহরের  শিল্প অবকাঠামোর উন্নয়নে  অর্থবিনিয়োগ বাড়িয়ে  বৈদেশিক পূঁজি , বেসরকারী  পূঁজি আমদানি করেছে । ফলে  শিল্পের মুনাফা স্পষ্টভাবে  বেড়ে গেছে ।  গত বছর  ছুংছিং শহরের  শিল্পমুনাফা ১৫.৫ বিলিয়ন  রেনম িনপিতে  দাঁড়িয়েছে । সারা দেশে এটা  প্রথম স্থান অধিকার করেছে ।  গত ১০ বছরে  ছুংছিং শহরের গড়পরতা জিডিপি ১০ শতাংশ  বেড়েছে । এখন ছুংছিং শহরের মাথাপিছু  জিডিপি , আঞ্চলিকমোট উত্পাদনমূল্য মধ্য ও পশ্চিম চীনের শহরগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে। ছুছিং শহরে প্রাথমিকভাবে মহাসড়ক , রেলপথ, বিমান চলাচল ও নৌ চলাচলকে মধ্য ও পশ্চিম চীনের সঙ্গে যোগাযোগ করার এক প্রদান কেন্দ্র হিসেবে গ্রহণ করেছে ।

    চীনের বৃহত্ত শহর হিসেবে ছুংছিং শহর এখনবিশাল বাজার সম্পদে সমৃদ্ধ । ছুংছিং শহরের ভাইস মেয়র হুয়াং ছিফান সংবাদ সম্মেলনে বলেছেন , বিগত ১০ বছর বিশেষ করে গত ৫ বছরে চীনের মূলভূভাগ ও হংকং , ম্যাকাওয়ের মধ্যে আরও ঘনিষ্ট আর্থ-বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠার ব্যবস্থা চালু হওয়ার পর ছুংছিং ও হংকং, ম্যাকাওযেরসহযোগিতা জোরদার হয়েছে । ছুংছিংয়ে হংকং ও ম্যাকাওয়ের অর্থবিনিয়োগ গোটা বৈদেশিক অর্থবিনিয়োগের ৪৪ শতাংশ ।

    তিনি বলেছেন , এখন লোহা ও ইস্পাত সহ ছুংছিংয়ের বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান হংকংয়ে র স্টক মার্কেটে উঠেছে । এবছর ছুংছিংয়ের বাণিজ্যিক ব্যাংকও হংকংয়ে প্রবেশ করবে । এখন হংকং ও ম্যাকাওয়ের একশরও  বেশী পণ্য শুন্য শুল্ক অনুযায়ী ছুংছিং শহরে বিক্রি হচ্ছে ।

    ভাইস মেয়র হুয়াং ছিফান বলেছেন , হংকং বিশ্ব পর্যায়ের বৃহত্ত আন্তর্জাতিক শহর , আন্তর্জাতিক অর্থ, বাণিজ্য ও মাল পরিবহনের কেন্দ্র । ম্যাকাও অর্থনীতি সমৃদ্ধশহর । হংকং ও ম্যাকাওয়ের সঙ্গেসহযোগিতা করার ব্যাপারে ছুংছিংয়ের বিরাট প্রচ্ছন্ন শক্তি রয়েছে । ছুংছিং শহর নিজের কেন্দ্রীয় শাসিত মহা নগরের প্রাধান্য এবং আঞ্চলিক প্রাধান্যকেকাজে লাগিয়ে পশ্চিম অঞ্চলের অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করবে ।