নিখিল চীন জাতীয় সাধারণ শ্রম ইউনিয়নের ভাইস চেয়ারম্যান শুয়ে চেন হুয়ান ২৭ ফেব্রুয়ারী বলেছেন, চীনের শ্রম ইউনিয়ন অব্যাহতভাবে আরবের শ্রম ইউনিয়নের সঙ্গে উচ্চ পর্যায়ের বিনিময় বজায় রাখতে, আন্তর্জাতিক বহু পক্ষীয় সুযোগে সমন্বয় সহযোগিতা জোরদার করতে এবং শ্রম ইউনিয়নের সামর্থ্য বাড়ানোর নতুন পদ্ধতি অন্বেষণ করতে ইচ্ছুক।
চীন-আরব শ্রম ইউনিয়নের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি সেমিনার এ দিন পেইচিংয়ে শুরু হয়েছে। মিশর, সুদান, সিরিয়া ও ইরাকসহ ১৫টি আরব দেশের শ্রম ইউনিয়নের নেতৃবৃন্দগণ চীনের শ্রম ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শুয়ে চেন হুয়ান বলেছেন, অর্থনীতির বিশ্বায়নের উন্নয়ন ও আন্তর্জাতিক শ্রম আন্দোলনের পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন দেশের শ্রম ইউনিয়ন, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর শ্রম ইউনিয়নের মধ্যেকার সংহতি ও সহযোগিতা আরো জোরদার করা দরকার।
|