ক্যানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার ২৬ ফেব্রুয়ারী ঘোষণা করেছেন, ক্যানাডা সরকার চলতি ও আগামী বছরে আফগানিস্তানকে ২০ কোটি ক্যানাডীয় ডলার সাহায্য দেবে। যাতে আফগানিস্তানের আর্থিক পুনর্গঠনে সাহায্য করা যায়।
এর আগে ক্যানাডা ২০১১ সালের আগে আফগানিস্তানে এক বিলিয়ন ক্যানাডীয় ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যাতে আফগানিস্তানের পুনর্গঠনের কাজ ত্বরান্বিত করা যায়।
তিনি বলেছেন, তালিবান সশস্ত্র ব্যক্তিদের ওপর নির্মূলীকরণ অভিযানে কিছুটা অগ্রগতি অর্জিত হয়েছে। বর্তমানে আফগানিস্তানের পুনর্গঠন ও উন্নয়ন ক্ষেত্রে আরো বেশি উদ্যোগ গ্রহণ করা উচিত। তিনি আরো বলেছেন, নতুনভাবে আর্থিক বরাদ্দ বৃদ্ধির ফলে আফগানিস্তানের গ্রামের উন্নয়ন ত্বরান্বিত করা,সরকারী কর্মকর্তাদের বেতন,প্রদান ও স্থল মাইন নির্মূল করাসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হবে।
|