১৬তম এশিয়ান গেমস ২০১০ সালে চীনের কুয়াংচৌ শহরে অনুষ্ঠিত হবে। এখন এর প্রস্তুতিমূলক কাজ কুয়াংচৌতে পুরোদমে চলছে।
কুয়াংচৌ শহরের ডেপুটি মেয়র, ১৬তম এশিয়া গেমসের সাংগঠনিক কমিটির স্থায়ী উপ-মহাসচিব সুয়ে রুই শাং ২৬ ফেব্রুয়ারী বলেছেন, এ বছর কুয়াংচৌ ১৬তম এশিয়ান গেমসের প্রতিযোগিতার ইভেন্ট ও তথ্য কেন্দ্রের স্থান বাছাই করবে এবং সার্বিকভাবে এশিয়ান গেমসের স্টেডিয়াম নির্মাণ, ট্রেড মার্ক প্রচার করা ও বাজার উন্নয়ন করা সংক্রান্ত কাজ শুরু হবে। তা ছাড়াও এশিয়ান গেমসের শ্লোগান, কল্যাণমূলক বস্তু, সংগীতের সংগ্রহ ও প্রচার কাজও শুরু হবে।
জানা গেছে, ২০০৬ সালে কুয়াংচৌ সাফল্যের সঙ্গে এশিয়ান গেমসের প্রতীক প্রকাশ করেছে এবং সক্রিয়ভাবে এশিয়ান গেমসের স্টেডিয়ামের নির্মাণ ও বাজার উন্নয়নের প্রাথমিক কাজ সম্পন্ন করেছে। এশিয়ান গেমস আয়োজনের জন্য ইতোমধ্যেই একটি সুষ্ঠু ভিত্তি স্থাপিত হয়েছে।
|