চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের পক্ষ থেকে ক্রীড়া প্রেমী শ্রোতাবন্ধুদের প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'খেলার জগত্'।আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ইলিয়াস খান।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আন্তর্জাতিক কমিটির নির্বাহী কমিশনের দু'দিনব্যাপী সম্মেলন ৮ ফেব্রুয়ারী শেষ করেছে। এবারের সম্মেলনে পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজের প্রশংসা করা হয়েছে। এখন শোনুন এ সম্বন্ধে একটি প্রতিবেদন।
লাউসানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দফতরে অনুষ্ঠিত এবারের সম্মেলনে আলোচনার প্রধান বিষয় হল পেইচিং,ভ্যানকুভার ও ল্যান্ডন অলিম্পিক গেমস আয়োজনের প্রস্তুতি কাজ যাচাই করা। কিন্তু আলোচনার দুই কেন্দ্র হল পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজ ও ল্যান্ডনের বাজেট সমস্যা।
পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজের ওপর দৃষ্টি আকর্ষণ করা হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাহী কমিশন ও চীনের জাতীয় ক্রীড়া ব্যুরোর ভাইস মহাপরিচালক ইউ চাইছিং এবারের সম্মেলনে পেইচিং অলিম্পিক গেমসের বিভিন্ন প্রস্তুতি কাজের প্রক্রিয়া বর্ণনা করেছেন। অংশগ্রহণকারী কমিশনাররা পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজের প্রশংসা করেছেন।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তথ্য মাধ্যমের পরিচালক জিসেল্লে ড্যাভিস সংবাদদাতাদের কাছে বলেছেন, চীনা প্রতিনিধির বর্ণনার মধ্যে দুই বিষয় তাঁর মনে গভীর ছাপ ফেলেছে। তিনি বলেছেন,
'পেইচিং সরকার অলিম্পিক গেমস সম্পর্কে সাংস্কৃতিক প্রচারিত কাজ অনুপ্রেরণায়। যেমন, শিশুদেরকে অলিম্পিক মনোভাব, খেলাধুলার মূল্য ও ন্যায্য আর বন্ধুত্বপূর্ন প্রতিযোগতির নীতি শিক্ষানো।'
সম্মেলনে পেইচিং অলিম্পিক গেমসের স্টেডিয়ামের নির্মাণ প্রক্রিয়ার পরিস্থিতি সংক্রান্ত একটি মোডেল প্রকাশিত হয়। অংশগ্রহণকারী কমিশানাররা পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির কাজের প্রশংসা করেছেন। তাঁরা এর মধ্যে অনেক কঠিন অনুভাব করেছেন। মাদাম ড্যাভিস বলেছেন,
'পেইচিং অলিম্পিক গমেসের প্রস্তুতি কাজ খুবই উত্কৃষ্ট হয়েছে। কোনো কোনো কাজ সত্যি চ্যালেন্ঞ্জ। যেমন, স্টেডিয়ামে পুরা কির্তী নিদর্শন উদ্ধার করা হয়েছে। কিন্তু চীন সরকার এসব পুরা কির্তী নিদর্শন নিরাপদাভাবে স্থানান্তরিত করেছে।'
যদিও এখান থেকে ল্যান্ডন অলিম্পিক গেমসের আয়োজন আরো দীর্ঘকালীন, তবুও সম্প্রতি খবরে প্রকাশ, ল্যান্ডন ব্যাপকভাবে অলিম্পিক গেমসের বাজেট বাড়বে। যাতে নিরাপত্তা সুরক্ষা ও অলিম্পিক পার্কের নির্মাণ কাজে ব্যবহার করা যায়। বিরাট বাজেট ব্রিটেনে অনেক অসন্তোষ সৃষ্ট হয়। এ তথ্য হল সংবাদদাতারা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাকেস রগকে দেয়া কেন্দ্র প্রশ্ন। রগ তাঁর মতাবিশ্ঠান প্রকাশ করেছেন। তিনি বলেছেন,
'এ ধরণের পরিস্থিতি খুবই স্বাভাবিক। কারণ এখান থেকে ল্যান্ডন অলিম্পিক গেমসের আয়োজন আরো একটি দীর্ঘকালীন প্রক্রিয়া। আগের বাজেটের পরিকল্পনা শুধু একটি প্রাথমিক পরিকল্পনা। উদ্যোক্তা দেশের পরিকল্পনা সম্মান করা উচিত।'
কিন্তু রগ বলেছেন, নির্বাহী কমিশন ফেব্রুয়ারী মাসে বিশেষ দল ব্রিটেনে পাঠিয়ে ল্যান্ডন অলিম্পিক গেমসের সাংগঠনিক সংস্থার সঙ্গে যোগাযোগ করবে। যাতে বিস্তারিত পরিস্থিতি জানা যায়। অলিম্পিক গেমসের আয়োজনের প্রয়োজনীয় শর্ত সম্বন্ধে রগ বলেছেন,
'উদ্যোক্তা শহর অলিম্পিক গেমস আয়োজন হল বিভিন্ন পক্ষ সহযোগিতার এক বিরাট প্রকল্প। শহরের সরকারের কাজে বিভিন্ন পক্ষের সমর্থন ও সাহায্য প্রয়োজন। নিরাপত্তার সুরক্ষা, পরিবহন ও সীমান্তে পরীক্ষাসহ বিভিন্ন সংস্থার উচিত সহযোগিতা করা। এ ফলে অলিম্পিক গেমসের সাফল্য নিশ্চিত হবে।'
|