v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-26 19:50:48    
প্রসাধনীতে ভারী ধাতু দ্রব্য সম্পর্কে আলাপ করা

cri
    সম্প্রতি প্রসাধনীতে আবিষ্কৃত ক্ষতিগ্রস্ত দ্রব্য চীনা পণ্যভোগীদের ওপর তীব্র প্রভাব ফেলেছে। জানা গেছে, বিখ্যাত " এস, কি তুই" নামক প্রসাধনী দ্রব্যের কিছু কিছু পণ্যের মধ্যে নিষিদ্ধ ভারী ধাতু সংক্রান্ত নিওডিমিয়াম এবং ক্রোমিয়াম পাওয়া গেছে। ফলে পেইচিং , শাংহাই এবং হাংচৌসহ বিভিন্ন শহরের পণ্যগোগীরা আবার সংশ্লিষ্ট দোকানে ফিরে গিয়ে এ পণ্য ফেরত দিয়ে এসেছেন। তাহলে প্রসাধনীতে অন্তর্ভূক্ত ভারী ধাতু দ্রব্য মানুষের দেহের ওপর কি কি ধরণের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে ? প্রসাধনী দ্রব্য ব্যবহারের সময় কি কি বিষয়ে মনোযোগ দিতে হবে? আজকের " বিজ্ঞান ও জীবন" অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো:

    গত ১৪ সেপ্টেম্বর, চীনের রাষ্ট্রীয় গুনমান তত্ত্বাবধান বিষয়ক সাধারণ ব্যুরো সূত্রে জানা গেছে, মার্কিন বাও জে কোম্পানি উত্পাদিত " এস,কি দুই" নামক প্রসাধনীর ১২টি পণ্যের মধ্যে নিষিদ্ধ----ভারী ধাতুর উত্পাদন নিওডিমিয়াম এবং ক্রোমিয়ামসহ পাওয়া গেছে। এই দু'টি ভারী ধাতু দ্রব্য মানুষের দেহের জন্য অনেক ক্ষতিকর । নিওডিমিয়ামে এলার্জি বা একজিমা হওয়ার সম্ভাবনা আছে। ক্রোমিয়াম চোখ , এমনকি ত্বকের ক্ষতি করতে পারে। পেইচিং রসায়ন  বিশ্ববিদ্যালয়ের জীব-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রের প্রধান থান থিয়ান ওয়েই সংবাদদাতাকে বলেছেন, ভারী ধাতু দ্রব্য প্রসাধনীতে ব্যবহার করলে অনেক ক্ষতি হতে পারে। তিনি বলেন:

    " এই প্রসাধনী ব্যবহারকারীরা বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ ভারী ধাতু দ্রব্য ত্বকে সজীব উপাদানের রাসায়নিক পরিবর্তন করতে পারে না। এই উপাদান ত্বক ও দেহের মধ্যে থাকে বলে মানুষের লালাগ্রন্থি বিষয়ক সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে। যাতে দেহের মধ্যে সজীব উপাদানের রাসায়নিক পরিবর্তন ঠিকভাবে চলে না। ফলে অনেক ধরণের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।"

    সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বলেন, নিওডিমিয়াম ও ক্রোমিয়ামসহ বেশ কিছু ভারী ধাতু প্রসাধনীতে ব্যবহার করলে বেশি ফর্সা করতে ভূমিকা পালন করতে পারে, অথবা দ্রুত ত্বকের মসৃনতা উন্নত করতে পারে। তাই কিছু কিছু প্রসাধনী উত্পাদনের কারখানায় ব্যবহৃত হয়েছে এগুলো।

    পেইচিংয়ের অধিবাসী লি ইয়ুন ফেং " এস,কি দুই" নামক প্রসাধনী দ্রব্য ব্যবহার করতে অভ্যস্ত । এ দুঃসংবাদ শুনে নিজের শরীরে এগুলো লাগানো হয়নি। ভবিষ্যতে এর নিরাপত্তা থাকবে কি না তিনি সে বিষয়ে চিন্তা করছেন:

    " এ খবর শুনে আমি এখন তা ব্যবহার করি না । তবে আমার চিন্তা হচ্ছে এসব ভারী ধাতু আমার ওপর আরও প্রভাব ফেলবে কি না। এগুলো ত্বকের মধ্যে মিশে গিয়ে আমার শরীরের ক্ষতে করে কি না, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার।"

    লি ইউয়ান ফেংয়ের চিন্তা সম্পর্কে আমাদের সংবাদদাতা চীনের চিকিত্সা বিয়ষক বৈজ্ঞানিক বিভাগের ডাক্তার সুং ফিংকে সাক্ষাত্কার দিয়েছে। সুং ফিং বলেছেন, পণ্যভোগীরা নিজেদের কিছু কিছু অনুভুতি দ্বারা এলার্জী হবে কি না , সেগুলো নিয়ে ভালভাবে জানতে পারেন। তিনি বলেন:

    " আমাদের ত্বক যদি লাল রং বা সহজেই কাতুকুতু লাগে, তাহলে তার এলার্জী অবস্থা হয়ে থাকে।"

    সু ফিং আরো বলেছেন, এলার্জী হলে অবিলম্বে প্রসাধনী ব্যবহার বন্ধ করে দিতে হবে। এর সঙ্গে সঙ্গে পানি দিয়ে পরিষ্কার করতে হবে । সাধারণত, মানুষের ত্বক নিজেরই ভাল রাখার সামর্থ্য আছে। তাই এর জন্য যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেয়া যায় ততই ভাল। আরেকটি কথা : কিছু কিছু লোকের এলার্জী বেশি হয়, বা কিছু কিছু ত্বকের উপর জখম আছে, এসব ক্ষেত্রে প্রসাধনী ব্যবহারে সতর্ক থাকতে হবে।

    " এস,কি দুই" নামক প্রসাধনী দ্রব্য সম্পর্কে চীনা জনগণ এবং নারী পণ্যভোগীদের প্রসাধনীর নিরাপত্তার বিরুদ্ধে অনেক চিন্তা হয়েছে। তারা মনে করে যে, সব ধরণের প্রসাধনী দ্রব্যে এলার্জী থাকতে পারে। এ ব্যাপারে সু ফিং বলেছেন, কিছু কিছু প্রসাধনীর মধ্যে নিষিদ্ধ ভারী ধাতু খুঁজে বের করা হয়েছে। তবে প্রতিদিন ব্যবহারের পরিমাণ খুবই কম বলে পণ্যভোগীদের নিজের শরীরের অবস্থাকে গুরুত্ব দেয়ার পাশাপাশি ,তা বেশি চিন্তা করার দরকার নেই। তিনি বলেন:

    " আমার মনে হয়, প্রসাধনী দ্রব্য ব্যবহারের পরিমাণ খুবই কম। প্রতিদিন শুধু ১ ও ২ গ্রাম ব্যবহার করি। অনেক বছর ব্যবহার করার মোট পরিমাণও খুব বেশি নয়। তাই এটা বুঝা যায় যে, আমাদের দেহের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কম আছে। বেশি চিন্তা হলে, বড় হাসপাতালে গিয়ে শরীর পরীক্ষা করানো যেতে পারে।"

    সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, পণ্যভোগীদের উচিত নিজেদের বাস্তব অবস্থা অনুযায়ী উপযুক্ত প্রসাধনী দ্রব্য ব্যবহার করা।