পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ২৬ ফেব্রুয়ারী আকস্মিকভাবে পাকিস্তান সফর করছেন। জানা গেছে, চেনি পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সঙ্গে বৈঠকে পাকিস্তানকে তালিবান ও আল-কায়েদার ওপর আরো বেশি আঘাত হানার অনুরোধ করেছেন।
পাকিস্তানের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, চেনি ইসলামাবাদে পৌঁছানোর পর মুশাররফের সঙ্গে বৈঠক করেছেন। উভয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আফগানিস্তানের পরিস্থিতি এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেছেন।
১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসদমন মিত্রে পরিণত হয়। তবে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে, পাকিস্তানের ভূভাগে আল-কায়েদার নতুন নতুন কেন্দ্র গড়ে উঠছে
|