v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-26 19:30:01    
চীনের বিজ্ঞান একাডেমীর স্নাতকোত্তর ইনস্টিটিউট

cri
    গত বছরের মে মাসে ল্যান্ডন মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্যাস কৃষি ও শিল্প বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী লাভ করেছেন। গত ১৬ আগস্ট তিনি চীনে পৌঁছেছেন। পরবর্তী কয়েক বছরে তিনি চীনের বিজ্ঞান একাডেমীর নানচিংয়ের আওতাধীন ইনস্টিটিউটের মৃত্তকা বিজ্ঞান বিভাগ থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করবেন। গত সেপ্টেম্বর মাস থেকে তিনি চীনের বিজ্ঞান একাডেমীর স্নাতকোত্তর ইনস্টিটিউটে চীনা ভাষার কোর্সে লেখাপড়া করছেন। তিনি বলেছেন, চীনের বিজ্ঞান একাডেমীর স্নাতকোত্তর ইনস্টিটিউট হচ্ছে বিশ্বের বিখ্যাত গবেষণা সংস্থা। শিক্ষকদের বেশির ভাগই যার যার ক্ষেত্রে উচ্চ গবেষণার কাজ করেন। আমি আশা করি, এখানে কল্যাণকর প্রশিক্ষণ পাওয়া যাবে।

    জাপানের টসুকুবা বিশ্ববিদ্যালয়ের এজিমা রিয়ে হচ্ছেন একজন বিনিময় ছাত্রী। ক্যাম্পাসে তাঁকে দেখতে হলে চীনা মেয়ের মত। তিনি কৃষি অর্থনীতি বিষয়ে লেখাপড়া করেন। ২০০৫ সালে তিনি টসুকুবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। গত এপ্রিল তিনি চীনের বিজ্ঞান একাডেমীর স্নাতকোত্তর ইনস্টিটিউটে প্রবেশ করেন। কয়েক মাসে তিনি চীনা ভাষার মাধ্যমে চীনাদের সঙ্গে সাধারণ মত বিনিময়ে পরিদর্শন হন। তিনি বলেছেন, এখানে শিখার পরিবেশ খুব ভালো।

    ২০০০ সালে চীনের বিজ্ঞান একাডেমীর স্নাতকোত্তর ইনস্টিটিউটে ভর্তি হওয়া প্রথম বিদেশী ছাত্র ছিলেন পাকিস্তানের জাতীয় আবহাওয়া ব্যুরোর উপমহাপরিচালক রাথাল। তিনি ২০০৫ সালে ডক্টরেট ডিগ্রী লাভ করেছেন।

    তারপর ইনস্টিটিউটে স্নাতকোত্তর ছাত্রদের ভর্তির সংখ্যা অব্যাহতভাবে বাড়ানো হয়েছে। বিদেশী ছাত্রছাত্রীদের সংখ্যাও ধাপে ধাপে বেড়েছে। চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান, পাকিস্তান, ভারত, ক্রোয়েশিয়া,সুইডেন,দক্ষিণ কোরিয়াসহ ২১টি দেশ থেকে আসা ১০৭জন বিদেশী ছাত্রছাত্রী এ ইনস্টিটিউটে শিক্ষা গ্রহণ করতে এসেছেন। তাঁদের মধ্যে ৮৯জন ডক্টরেট ডিগ্রীর জন্যে লেখাপড়া করবেন। সাতজন মাস্টার্স ডিগ্রীর জন্যে লেখাপড়া করবেন। তারা প্রধানত প্রাকৃতিক বিজ্ঞান বিষয়ে গবেষণা করছেন। যেমন জীব,রসায়ন,গণিতবিদ্যা,ভূবিদ্যা,আইটি। সারা দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে চীনের বিজ্ঞান একাডেমীর স্নাতকোত্তর ইনস্টিটিউটের বিদেশী স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের সংখ্যা সবচেয়ে বেশি।

    স্নাতকোত্তর ইনস্টিটিউটের উপউপাচার্য মা শি চুয়াং মনে করেন, উচ্চ শিক্ষা আন্তর্জাতিকীকরণের সঙ্গে সঙ্গে পরবর্তী কয়েক বছরে আরো বেশি বিদেশী ছাত্রছাত্রী বিজ্ঞান একাডেমীর স্নাতকোত্তর ইনস্টিটিউটে প্রবেশ করবেন।

    ল্যান্ডন ও এজিমা রিয়ে হচ্ছেন চীনের বিজ্ঞান একাডেমীর স্নাতকোত্তর ইনস্টিটিউটের এক শো বিদেশী ছাত্রছাত্রীদের মধ্যে অন্যতম। উপউপাচার্য মা শি চুয়াং আমাদের সংবাদদাতাকে বলেছেন, চীনের বিজ্ঞান দ্রুত উন্নতি লাভ করছে। চীনের বিজ্ঞান একাডেমীর স্নাতকোত্তর ইনস্টিটিউটেরগবেষণার মান ও পরিবেশ ভালো এবং উন্নত দেশগুলোর ছাত্রছাত্রীদের আকর্ষণ করছে। তাছাড়া কিছু দেশের সরকার ও চীনের বিজ্ঞান একাডেমীর স্নাতকোত্তর ইনস্টিটিউটের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তারা চীনে এসে লেখাপড়া করার জন্য ছাত্রছাত্রী পাঠায়।

    সাম্প্রতিক বছরগুলোতে চীনের বিজ্ঞান একাডেমীর স্নাতকোত্তর ইনস্টিটিউটের আন্তর্জাতিক বিনিময় ছাত্রছাত্রীদের সংখ্যা ধাপে ধাপে বেড়েছে। বিদেশী ছাত্রছাত্রী আকর্ষণ করার পাশাপাশি চীনা ছাত্রছাত্রী এবং বিদেশের গৃহশিক্ষক ও ছাত্রছাত্রীদের আরো বেশি আলোচনার সুযোগ দিচ্ছে।

    মা শি চুয়াং বলেছেন, বিদ্যাগত বিনিময় ত্বরান্বিত করা এবং স্নাতকোত্তরদের উদ্ভাবন শক্তি প্রশিক্ষণের জন্য সাম্প্রতিক বছরগুলোতে চীনের বিজ্ঞান একাডেমীর স্নাতকোত্তর ইনস্টিটিউট ছাত্রছাত্রীদের জন্য কয়েকটি প্ল্যাটফরম গড়ে তুলেছে। ২০০৫ সালে টোকিও বিশ্ববিদ্যালয়ে "চীনের বিজ্ঞান একাডেমীর স্নাতকোত্তর ইনস্টিটিউট-টোকিও বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী ফোরাম" অনুষ্ঠিত হয়েছে। চীনের বিজ্ঞান একাডেমীর স্নাতকোত্তর ইনস্টিটিউটেরমানববিদ্যা ক্ষেত্রের ১৪জন ডক্টর ও স্নাতকোত্তর এই ফোরামে যোগ দেন। গত বছর "২০০৬ আন্তর্জাতিক ছাত্রছাত্রী ফোরাম" চীনের বিজ্ঞান একাডেমীর স্নাতকোত্তর ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র,জাপান, অস্ট্রেলিয়া ও চীনের ৫৩জন স্নাতকোত্তর এই ফোরামে অংশ নেন। ২০০৭ সালে এই ইনস্টিটিউট মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতায় ২০০৭ আন্তর্জাতিক ছাত্রছাত্রী ফোরাম অনুষ্ঠান করবে।


1 2 3 4