চীনের পরিবহন মন্ত্রী লি শাং লিন ২৬ ফেব্রুয়ারী পেইচিংয়ে অনুষ্ঠিত জাতীয় গ্রামীন সড়ক কাজকর্ম সম্মেলনে বলেছেন, এ বছর চীন ৩ লাখ কিলোমিটার গ্রামীণ সড়কের মেরামত ও নির্মাণ কাজ সম্পন্ন করবে।
লি শাং লিন বলেছেন, চীন গ্রামীণ সড়কের নির্মাণকাজ জোরদার করবে, গ্রামাঞ্চলের যাত্রীবাহী পরিবহন নেট স্বয়ংসম্পন্ন করবে, শহর ও গ্রামাঞ্চলের যাত্রীবাহী পরিবহনের একীকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করবে।
জানা গেছে, ২০০৬ সালে চীনে গ্রামীণ সড়ক নির্মাণকাজের জন্য দেয়া বরাদ্দ ও নির্মাণের দৈর্ঘ্য উভয় ক্ষেত্রেইইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ২০০৬ সালে এ ক্ষেত্রে মোট ১৫১.৩ বিলিয়ন ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োজিত হয়েছে। ৩ লাখ ২০ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক মেরামত বা নতুন করে নির্মিত হয়েছে।
|