২৬ ফেব্রুয়ারী চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির অধিবেশনে চীনের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব যাচাই করা হয়েছে । এই আইন অনুযায়ী , চীনে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সংক্রান্ত একটি ব্যবস্থা গড়ে তোলা হবে এবং শহর ও গ্রামাঞ্চলের শ্রমজীবিদের কর্মসংস্থানের একই সুযোগ দেয়া হবে ।
এই খসড়া প্রস্তাব অনুযায়ী , চীনের বিভিন্ন প্রদেশের জেলা শহরগুলোসহ বিভিন্ন অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো জাতীয় অর্থনীতি ও সমাজের উন্নয়ন বিষয়ক কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে এবং এই কাজ ত্বরান্বিত করার জন্য আর্থিক বাজেটে উপযুক্ত অর্থ বরাদ্দ করা হবে । তা ছাড়া এই খসড়া প্রস্তাবে কর্মসংস্থানের পরিসেবা ও সাহায্যের ব্যাপারে সরকারের ভূমিকাও জোরদার করা হয়েছে ।
খসড়া প্রস্তাবে আরো রয়েছে যে , বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে যাদের জাতি , বর্ণ , লিঙ্গ , ধর্ম ও বয়স ভিন্ন , তাদের কর্মসংস্থানের সুযোগ দেয়ার একই অধিকার দেয়া উচিত । গ্রামীণ শ্রমিকদের শহরের শ্রমজীবিদের মতই কর্মসংস্থানের সুযোগ ভোগ করা উচিত ।
|