২৬ ফেব্রুয়ারী চীনের পিপলস্ ডেইলি পত্রিকার খবরে প্রকাশ , চীনের অর্থ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞগণ মনে করেন যে , দেশী-বিদেশী শিল্প প্রতিষ্ঠানের একই কর আদায় ব্যবস্থা চালু হওয়ায় বিদেশী পুঁজি বিনিয়োজিত শিল্প প্রতিষ্ঠানে কর আদায়ের সুযোগ সুবিধা বাতিল করা হবে না । নতুন কর আদায় ব্যবস্থা এখন বিদেশী পুঁজি বিনিয়োগ আকর্ষণ করছে ।
আগামী মার্চ মাসে পেইচিংয়ে অনুষ্ঠিতব্য চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশনে শিল্প প্রতিষ্ঠানে কর আদায় আইন যাচাই করা হবে । এই আইন অনুসারে চীনে দেশী-বিদেশী শিল্প প্রতিষ্ঠানে কর আদায়ের হার ন্যূণতম ২৫ শতাংশ হবে বলে নির্ধারণ করা হয় ।
চীনের অর্থ মন্ত্রণালয়ের গবেষণাকেন্দ্রের মহাপরিচালক চিয়া খাং বলেছেন , উন্মুক্তকরণ প্রবর্তন করা এবং বিদেশী পুঁজি আকর্ষণ করা চীনের একটি দীর্ঘ মেয়াদী মূল নীতি । চীন বিদেশী পুঁজি বিনিয়োজিত শিল্প প্রতিষ্ঠানের কর আদায় সংক্রান্ত সুবিধাজনক নীতি বাতিল করবে না । শিল্প প্রতিষ্ঠানে কর আদায় সংক্রান্ত নতুন আইন চালু হওয়ায় দেশী- বিদেশী শিল্প প্রতিষ্ঠানের কর আদায় আরো যুক্তিযুক্ত হবে এবং এতে বিদেশী পুঁজি কাজে লাগানোর মান আরো উন্নত হবে ।
|