২৫ ফেব্রুয়ারী প্রকাশিত চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিটির একটি রিপোর্টে বলা হয়েছে , কৃষকদের শস্য বপনের ইচ্ছা বিষয়ক একটি তদন্ত থেকে জানা গেছে , গত বছরের তুলনায় এ বছর চীনে খাদ্য শস্য বপনের আয়তন বৃদ্ধি পাবে না । অর্থকরী শস্য বপনের কাঠামোর কিছুটা পুনর্গঠন করা হবে ।
রিপোর্টে চীনের ৩০টি প্রদেশের ১.৬ লাখেরও বেশি কৃষক পরিবারে শস্য বপনের ইচ্ছা বিষয়ক একটি তদন্ত চালানোর পর এই তথ্য প্রকাশিত হয়েছে ।
রিপোর্টে বলা হয়েছে , কৃষি কর্মে চীনের কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের সাহায্য দানের ব্যবস্থা ক্রমাগতভাবে জোরদার করা , খাদ্যের অপেক্ষাকৃত বেশি দাম বজায় রাখা এবং খাদ্য শস্য চাষাবাদের ব্যাপারে আরো বেশি উন্নত যন্ত্রপাতি কাজে লাগানোর জন্য এ বছর চীনে খাদ্য শস্য বপনের আয়তন বৃদ্ধি পাবে না ।
রিপোর্টে আরো বলা হয়েছে , এ বছর চীনে তুলো , শাক-সবজি ও চিনিসহ অর্থকরী ফসল বপনের আয়তন বৃদ্ধি পাবে । তামাক ও তেলজাত ফসল বপনের আয়তন কিছুটা হ্রাস পাবে ।
|