v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-26 19:00:03    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/২/২৬

cri

 সম্প্রতি প্রসাধনীতে আবিষ্কৃত ক্ষতিকর রাসায়নিক দ্রব্য চীনা পণ্যভোগীদের ওপর তীব্র প্রভাব ফেলেছে। জানা গেছে, বিখ্যাত "এস.কে-দুই" নামক প্রসাধনী দ্রব্যের কিছু কিছু পণ্যের মধ্যে নিষিদ্ধ ভারী ধাতু পাওয়া গেছে। ফলে পেইচিং, শাংহাই ও হাংচৌসহ বিভিন্ন শহরের পণ্যভোগীরা আবার সংশ্লিষ্ট দোকানে ফিরে গিয়ে এ পণ্য ফেরত দিয়ে এসেছেন। তাহলে প্রসাধনীতে অন্তর্ভুক্ত ভারী ধাতু মানুষের দেহের ওপর কি কি ধরনের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে? প্রসাধনী দ্রব্য ব্যবহারের সময় কি কি বিষয়ে মনোযোগ দিতে হবে? ২৬ ফেব্রুয়ারী বিজ্ঞান বিচিত্রা আসরে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।

 চীনের রাজধানী পেইচিংয়ের কেন্দ্রস্থলে অবস্থিত পুরনো রাজপ্রাসাদের ৬ শ'রও বেশি বছরের ইতিহাস রয়েছে। অতীতে এটি ছিল চীনের মিং ও ছিং রাজবংশের রাজপ্রাসাদ। আজ এ পুরনো রাজপ্রাসাদ চীনা ও বিদেশী পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। ২০০০ সালে স্টারবার্কস নামে একটি কফির দোকান এখানে খোলা হয়। সম্প্রতি এ বিদেশি কফির দোকান পুরনো রাজপ্রাসাদের ভেতরে বসানো নিয়ে তর্কবিতর্ক শুরু হয়েছে। ২৮ ফেব্রুয়ারী সমাজ দর্পন আসরে শি চিং উ এ সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

 গত শতাব্দীর ৭০ দশকের শেষ দিক থেকে চীনে সংস্কার ও উন্মুক্ত নীতি চালু করার পর অধিক থেকে অধিকতর বিদেশী শিল্পপ্রতিষ্ঠান চীনে পুঁজি বিনিয়োগ করতে উত্সাহী হয়েছে। এ বিদেশী শিল্পপ্রতিষ্ঠানগুলো চীনের সংস্কৃতি ও বাণিজ্যিক পরিবেশে খাপ খাওয়ার জন্য স্থানীয় হওয়ার ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। যাতে যত তাড়াতাড়ি সম্ভব চীনের বাজারে প্রবেশ করা যায়। বহু বছরের প্রচেষ্টার মাধ্যমে বিদেশী শিল্পপ্রতিষ্ঠানগুলোর স্থানীয় হওয়ার কৌশলের সফলতা প্রাথমিকভাবে দেখা যাচ্ছে। ১ মার্চ অর্থনীতির অগ্রযাত্রা আসরে আমি এ সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাবো।

 গত কয়েক বছরে চীনে শিল্পায়ন ও নগরায়নের গতি দ্রুততর হওয়ার সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক কৃষক বিভিন্ন শহরে গিয়ে কাজ করতে শুরু করেন। জানা গেছে, সারা দেশের ৮০ কোটি কৃষকের মধ্যে প্রায় ২০ কোটি কৃষক এখন বিভিন্ন শহরে বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন। চীন সরকার তাদের জীবন ও কাজকর্মের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং তাদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্যে প্রচেষ্টা চালাচ্ছে। ২ মার্চ সেই গ্রাম এই জীবন আসরে শি চিং উ এ সম্পর্কিত কিছু বলবেন।

 মাও নান জাতি চীনের অন্যতম কম লোকসংখ্যার জাতি। তারা প্রধানতঃ দক্ষিণ চীনের কুয়াংশি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলে বাস করে। এখানকার লোকসংখ্যা মাত্র ৮০ হাজার। এই জাতির বেশির ভাগ লোকই পার্বত্য এলাকায় থাকতো। তারা বাইরের জীবন থেকে বিচ্ছিন্ন এবং অত্যন্ত অনুন্নত অবস্থায় জীবনযাপন করতো। কয়েক বছর হলো পার্বত্য এলাকা থেকে তাদের সমতল ভূমিতে স্থানান্তর করার জন্য মাও নান জাতির পুনর্বাসনের একটি কর্মসূচী চালু হয়েছে। ফলে বাইরের জগতের সঙ্গে তাদের যোগাযোগ শুরু হয়। তাহলে মাও নান জাতির কি ধরনের পরিবর্তন হয়েছে? ৩ মার্চ ওরা অনন্য আসরে থাং ইয়াও খান সে সম্বন্ধে আপনাদের কিছু বলবেন।

 তা ছাড়াও প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।