চীনের সবচেয়ে প্রাচীন হস্তাক্ষরে লেখা "কোরান" এখন সাফল্যের সঙ্গে পুনরানয়ন হয়েছে।
এই হস্তাক্ষরে লেখা "কোরান" চীনের ছিংহাই প্রদেশের সুনহুয়া সালা জাতির স্বায়ত্তশাসিত জেলার চেইজি মসজিদে সংরক্ষিত রয়েছে। জানা গেছে, ৭০০ বছর আগে সালা জাতির পূর্বপুরুষরা সুদূর মধ্য এশিয়া থেকে বর্তমান সুনহুয়া জেলায় স্থানান্তরিত হন। তত্কালীন সালা জাতির পূর্বপুরুষগণ মধ্য এশিয়া থেকে এই "কোরান" নিয়ে এসেছেন। এটা হচ্ছে পৃথিবীতে অপেক্ষাকৃত ভালোভাবে সংরক্ষিত সবচেয়ে প্রাচীন হস্তাক্ষরে লেখা "কোরান" এর অন্যতম।
জানা গেছে, চীনের বিশেষজ্ঞরা ঐতিহ্যিক প্রযুক্তি ও আধুনিক প্রযুক্তি মিলিয়ে সাফল্যের সঙ্গে এই "কোরান" এর পুনরানয়ন করেছেন। এখন ছিংহাই প্রদেশের সংশ্লিষ্ট বিভাগ চীনের জাতীয় পুরাকীর্তি ব্যুরোর কাছে তাকে জাতীয় পর্যায়ের পুরাকীর্তি হিসেবে তালিকাভুক্ত করার আবেদন করেছে।
|