সম্প্রতি চীনের বিজ্ঞান এক্যাডেমীর ইয়ুন নান প্রদেশের অবজার্ভ্যাটরি এবং থাইল্যান্ডের রাষ্ট্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত সহযোগিতা সংক্রান্ত এক সম্মেলন সূত্রে জানা গেছে, তৃতীয় বিশ্বের বিজ্ঞান এক্যাডেমী (টি ডাবলিউ এ এস) দক্ষিণপশ্চিম চীনের ইয়ুন নান প্রদেশের অবজার্ভ্যাটরিকে প্রতিভা প্রশিক্ষণের কেন্দ্রে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে।
ইয়ুন নান প্রদেশের অবজার্ভ্যাটরির প্রায় ৭০ বছরের ইতিহাস রয়েছে। পরবর্তী অবজার্ভ্যাটরি টি ডাবলিউ এ এসের গবেষণা প্রশিক্ষণের পরিকল্পনা অনুযায়ী প্রত্যেক বছর বিশ্বের উন্নত দেশগুলোর জ্যোতির্বিদ্যা ক্ষেত্রের ডক্টর,স্নাতকোত্তর, উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ এবং বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত পরিচালনা ক্ষেত্রের উচ্চ প্রতিভা সম্পন্নদের ভর্তি করবে এবং ট্রেনিং ও বিনিময় কর্মসূচী চালাবে।
|