পরবর্তী কয়েক বছর চীন সরকার শিল্পপ্রতিষ্ঠানগুলোর নিজের উদ্যোগে নবায়ন ও উদ্ভাবন করার সামর্থ্য বাড়ানোর জন্য নানা ধরণের ব্যবস্থা নেবে।
চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ২৬ ফেব্রুয়ারী পেইচিংয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত একটি অধিবেশনে জানিয়েছে, ভবিষ্যতে চীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রযুক্তির নবায়ন ও উদ্ভাবন করার ক্ষেত্রে দেয়া সহায়তার পরিমান বাড়বে। অপরিশোধনীয় আর্থিক সাহায্য ও ঋণ দেয়াসহ নানা পদ্ধতিতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রযুক্তির নবায়ন ও উদ্ভাবন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোকে সহায়তা প্রদান করবে।
উল্লেখ্য যে, বর্তমানে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রযুক্তির নবায়ন ও উত্পাদনের সামর্থ্য অপেক্ষাকৃত দুর্বল। ২০০৫ সালে চীনের বড় ও মাঝারি আকারের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বৈজ্ঞানিক গবেষণা ও পরীক্ষার জন্য দেয়া অর্থের পরিমান ছিল তার উত্পাদন মূল্যের ১ শতাংশেরও কম। ফলে চীন সরকার শিল্পপ্রতিষ্ঠানগুলোকে উদ্ভাবনের প্রধান সংস্থা হিসেবে গড়ে তোলার প্রস্তাব উত্থাপন করেছে।
|