চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন ২৫ ফেব্রুয়ারী নিজের উদ্যোগে নবায়ন ও উদ্ভাবন করার মৌলিক সামর্থ্য গঠন করা সংক্রান্ত পাঁচ সালা পরিকল্পনা প্রকাশ করেছে। পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে, ২০১০ সাল পর্যন্ত, চীন অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বুনিয়াদী ব্যবস্থা, জাতীয় বিজ্ঞান কেন্দ্র ও জাতীয় পরীক্ষাগার নির্মাণ করবে।
পরিকল্পনায় বলা হয়েছে, ২০১০ সাল পর্যন্ত, চীন ব্যাপকভাবে জ্যোতির্বিদ্যা দূরবীক্ষণ , সামুদ্রিক সার্বিক বৈজ্ঞানিক পরিদর্শন জাহাজ, মহাকাশযান সংক্রান্ত রিমোট সেন্সিং ব্যবস্থা, কৃষিজাত জৈব নিরাপত্তা গবেষণাসহ ১২টি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বুনিয়াদী ব্যবস্থা নির্মাণ করবে। তা ছাড়াও চীন তথ্য, জীব- বিজ্ঞান, মহাকাশ, সমুদ্র, ন্যানোমিটার ও নতুন উপকরণসহ কৌশলগত ক্ষেত্রের ৩০টি জাতীয় বিজ্ঞান কেন্দ্র ও জাতীয় পরীক্ষাগার প্রতিষ্ঠা করবে এবং প্রায় ৩০০টি গুরুত্বপূর্ণ জাতীয় পরীক্ষাগারকে স্বয়ংসম্পূর্ণ করবে।
|