v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-26 15:28:11    
চীনের প্রথম বাদক দল বিভাগ

cri
    গত বছর এপ্রিলে চীনের প্রথম আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতিপূর্ণ সিমফনি বাদ্যযন্ত্র বাজানো ক্ষেত্রের প্রতিভা সৃষ্টির বিশেষ সংস্থা---চীনের কেন্দ্রীয় সঙ্গীত ইনস্টিটিউটের বাদক দল বিভাগ (সিসিওএম) পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এই বিভাগ প্রতিষ্ঠার ফলে আগে চীনের বাদ্যযন্ত্র শিক্ষা ক্ষেত্রে একক বাজানো ওপর গুরুত্ব দেয়ার অবস্থা পরিবর্তিত হয়েছে। আজকের অনুষ্ঠানে আমি চীনের কেন্দ্রীয় সঙ্গীত ইনস্টিটিউটের বাদক দল বিভাগ সম্পর্কে ব্যাখ্যা করবো।

    দীর্ঘদিন ধরে চীনের বাদ্যযন্ত্র বাজানোর শিক্ষা ক্ষেত্রে উচ্চ পর্যায়ের একক যন্ত্রশিল্পী প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে আসছে। ফলে ল্যু সি চিং ,ছেন সিসহ আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনের লক্ষ্যে শ্রেষ্ঠ বাদ্য শিল্পী তৈরী করেছে। তবে এই প্রশিক্ষণের পদ্ধতিতে কিছু সমস্যা রয়েছে। যেমন এসব যন্ত্রশিল্পীদের এককভাবে বাদ্যযন্ত্র বাজানোর শিক্ষা গ্রহণের পর পেশাগত সিমফনি দলে কাজ করার সময় খাপ খাওয়ানোর সময় অসুবিধা দেখা দেয়। তাঁদের অনেক দলগতভাবে বাজানোর প্রশিক্ষণ দেয়াও প্রয়োজন। বাদক দল বিভাগের প্রতিষ্ঠাতা হু ইয়ং ইয়ান বলেছেন,

    আমি মনে করি, শুধু বাদক দলের গণগত মানের মাধ্যমেই দেশের ভাবমূর্তি ফুটে উঠতে পারে। এটি হচ্ছে সারা দেশের গুণাবলীর বৈশিষ্ট মন্ডিত বিষয়। ইতোমধ্যেই প্রধান বিষয় হচ্ছে সিমফনির গুণগত মান।

    গত শতাব্দীর আশি দশকে হু ইয়ং ইয়ান মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ইয়েল বিশ্ববিদ্যালয়ের জুলিয়ার্ড স্কুলে লেখাপড়া করেন। তিনি চীনের সিমফনির মান ও আন্তর্জাতিক মানদন্ডের মধ্যে ব্যাপক পার্থক্য খুঁজে বের করেছেন। ২০০৪ সালে তিনি চীনে ফিরে আসার পর তাঁর নেতৃত্বে চীনের কেন্দ্রীয় সঙ্গীত ইনস্টিটিউটের সিমফনি দল বিদেশে যন্ত্রসংগীত পরিবেশন করার পাশাপাশি সিসিওএম প্রতিষ্ঠার প্রস্তুতি নিয়েছেন।

    এটি হচ্ছে সিসিওএম অনুশীলনের সময় বাদ্যযন্ত্র বাজানোর গঙ্গীত। আগের প্রশিক্ষণের পদ্ধতির পরিবর্তন হয়েছে। বর্তমানে পেশাগত বাদক দলের যন্ত্রশিল্পীদেরকে প্রশিক্ষণ দেয়া সিসিওএমের উদ্দেশ্য হিসেবে শিক্ষার প্রক্রিয়ায় বিভিন্ন যুগের বিভিন্ন রকমের সিমফনি বাজানোর গুরুত্ব দেয়ার পাশাপাশি ছাত্রছাত্রীকে যথেষ্ট অনুশীলনের সুযোগ দিচ্ছে।

    সিসিওএমের শিক্ষক হো রোং ইয়েল বিশ্ববিদ্যালয়ের সংগীত ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। কয়েক বছর আগে তার বিদেশেও সিমফনির দলে বাদ্যযন্ত্র বাজানো ও প্রশিক্ষণ দেয়ার অভিজ্ঞতা রয়েছেন। বাদক দল বিভাগের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেয়ার কথা বলার সময় তিনি বলেছেন,

    এ রকম স্বয়ংসম্পর্ণ ট্রেনিং চীনে নেই। আমরা ছাত্রছাত্রীকে ট্রেনিং অংশ নেয়ার ব্যাপারে উত্সাহ দিচ্ছি। কারণ ছাত্রছাত্রীদের বেশির ভাগকেই স্নাতক ডিগ্রী লাভের পর বাদক দলের চাকরি পেতে হবে। বাদক দল বিভাগ প্রতিভা সৃষ্টির প্রশিক্ষণের মূল কেন্দ্রে পরিণত হয়েছে।

    পেশাগত কোর্স ও অনুশীলন ছাড়া, হু ইয়ং ইয়ান ছাত্রছাত্রীদের জন্য অনেক আন্তর্জাতিক বিনিময়ের কর্মসূচীর ব্যবস্থা করেছেন। যাতে বাদক দলের সদস্যদের অভিজ্ঞতা অর্জনে সুযোগ দেয়া এবং বাদক দলের মান উন্নত করা যায়। তিনি আশা করেন, সিসিওএমের ছাত্রছাত্রী স্নাতক হবার পর উচ্চ পর্যায়ের পেশাগত বাদক দলে নিয়োগ করতে পারে। তারপর সিমফনি বাজানোর ক্ষেত্রে আরো বেশি শ্রেষ্ঠ প্রতিভা তৈরী করতে পারে।

    বাদক দল বিভাগের প্রতিষ্ঠাতা হু ইয়ং ইয়ান বিভাগের ভবিষ্যত উদ্দেশ্য সুস্পষ্ট জানেন। তাঁর উদ্দেশ্য হচ্ছে চীন সিমফনি বাজানোর ক্ষেত্রে আরো বেশি শ্রেষ্ঠ প্রতিভা তৈরী করা এবং চীনের সিমফনি বাজানোর মান বিশ্বের অবস্থানে উন্নত করা।

    বাদক দল বিভাগ শ্রেষ্ঠ শিক্ষাদান ও বিবেচনা সংস্থায় পরিণত হতে চায়। প্রথমত সংগীত ইনস্টিটিউটের প্রতি আরো বেশি স্নাতক ছাত্রছাত্রীদেরকে আকর্ষণ করা। আমাদের প্রয়াস চীনের সিমফনির উন্নয়নের এক আধুনিকতম প্রক্রিয়া চালু করা।

    তিনি আমাদের সংবাদদাতাকে বলেছেন, আগামী মার্চ মাসে সিসিওএম শাংহাইয়ে অ্যাল ব্রাহমস সিমফনিস অ্যান্ড কনসার্ট পরিবেশন প্রদর্শন করবে। সম্প্রতি প্রতিষ্ঠিত সিসিওএমের এ রকম পরিবেশনা খুবই কঠিন। তবে তিনি বলেছেন, উচ্চ পর্যায়ের ট্রেনিং এর ব্যবস্থা করতে পারলে সিসিওএমও আন্তর্জাতিক মানের বাদক দলের প্রতিভা প্রশিক্ষণের কেন্দ্রে পরিণত হতে পারবে।