চীনের উপ-প্রধানমন্ত্রী জেন পেই ইয়ে সম্প্রতি পেইচিংয়ে বলেছেন, চীন জোরালোভাবে নিম্ন আয়ভুক্ত পরিবারের গৃহ সমস্যার সমাধানের পাশাপাশি রিয়্যাল এস্টেট বাজারের সুষ্ঠু উন্নয়ন ত্বরান্বিত করবে।
রাষ্ট্রীয় পরিষদ আয়োজিত এক অধিবেশনে জেন পেই ইয়ে পেইচিংয়ের রিয়্যাল এস্টেট বাজারের নিয়ন্ত্রণের অবস্থা সংক্রান্ত রিপোর্ট শোনার সময় বলেছেন, সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ বসতবাড়ির সরবরাহের মাত্রা জোরদার করতে হবে, বসতবাড়ির চাহিদা মেটাতে জোর প্রচেষ্টা চালাবে, অব্যাহতভাবে রিয়্যাল এস্টেট বাজারের শৃঙ্খলা নিয়মমাফিক করবে এবং নিম্ন আয়ভুক্ত পরিবারের গৃহ সমস্যার সমাধানে গুরুত্ব দেবে।
জেন পেই ইয়ে বলেছেন, চীন নানা শ্রেণীর বসতবাড়ির সরবরাহের ব্যবস্থা করবে , জনগণের জীবনযাপন ও আর্থ-সামাজিক উন্নয়নে রিয়্যাল এস্টেট সক্রিয় ভূমিকা পালন করবে।
|