চীনের সংখ্যালঘুজাতি যাদুঘর সূত্রে জানা গেছে , চীনের সংখ্যালঘুজাতির পুরাকীর্তি সম্পর্কিত দলিলপত্রের গোটা সংস্করণ প্রকাশ করাসহ চীনের রাষ্ট্রীয় পর্যায়ের সংখ্যালঘুজাতির সাংস্কৃতিক পুরাকীর্তির দলিলপত্রাদির সংরক্ষণাগার" স্থাপন করবে ।
জানা গেছে , ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত সময়ের মধ্যে চীনের সংখ্যালঘুজাতি যাদুঘরের উদ্যোগে চীনের সংখ্যালঘুজাতির সাংস্কৃতিক পুরাকীর্তি সংগ্রহ প্রকল্প কাজ করে যাবে । যাদুঘর সংখ্যালঘুজাতির রাজনীতি , অর্থনীতি , সংস্কৃতি ও সমাজ পরিবর্তন প্রতিফলিত করতে পারে এমন মূল্যবান জাতীয় পুরাকীর্তি সংগ্রহ করছে এবং সংখ্যালঘূজাতির পুরাকীর্তি ও সংস্কৃতি সহ নানাধরণের প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে । যাতে প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সংখ্যালঘুজাতির পুরাকীর্তির নিরাপদ সংরক্ষণ ত্বরান্বিত ও জনসমক্ষে তুলে ধরা যায় ।
|