পিপলস ডেইলি পত্রিকার২৫ ফেব্রুয়ারীর এক খবরে জানা গেছে ,
উত্তর পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের স্কু-ভাম মন্দিরের মেরামতের জন্য এ বছর চীন আরো এক কোটি রেন মিনপি বরাদ্দ করবে ।
জানা গেছে , মন্দিরের মেরামত কাজ এ বছরের মধ্যেই শেষ হবে ।
চার শ' বছরের পুরানো স্কু ভাম মন্দির চীনের তিব্বতের বৌধধর্মের এক বিখ্যাত মন্দির । ইতিহাসে দেখা যায় যে, এই মন্দিরে বহুবার আগুণ ধরেছিল এবং ভূমিকম্পে ও পাহাড় ধ্বসের কারণে ধ্বংসের উপক্রম হয়েছিল । এই মূল্যবান ঐতিহাসিক সাংস্কৃতিক পুরাকীর্তি রক্ষার জন্য চীন সরকার এই মন্দিরের মেরামত কাজে ইতোপূর্বেবেশ কয়েকবার অর্থবিনিয়োগ করেছে ।
|