চীনের কেন্দ্রীয় ব্যাংক--- চীনা গণ ব্যাংক ২৫ ফেব্রুয়ারী থেকে আর্থিক সংস্থার রেনমিনপির আমানতের রিজার্ভ ফাণ্ডের হার ০.৫ শতাংশ বাড়িয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এখন চীনের আন্তর্জাতিক আয় ও ব্যয়ের অনুকূল উদ্বৃত্তের অসংগতি অপেক্ষাকৃত লক্ষণীয়। ঋণদানের আকার অপেক্ষাকৃত বেশি। সুতরাং কেন্দ্রীয় ব্যাংক আমানতের রিজার্ভ ফাণ্ডের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে সামষ্টিক নিয়ন্ত্রণের সাফল্যকে সুসংবদ্ধ করা যায়। কেন্দ্রীয় ব্যাংক অব্যাহতভাবে স্থিতিশীল মুদ্রা নীতি অনুসরণ করবে, উপযুক্ত ঋণদানের বৃদ্ধি চলমান রাখবে এবং জাতীয় অর্থনীতির দ্রুত উন্নয়ন ত্বরান্বিত করবে।
|