চীনের আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করেন, বিশ্বজুড়ে আবহাওয়ার তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে ভবিষ্যতে চীনের আবহাওয়ায় তাপমাত্রার বৃদ্ধিও অব্যাহত থাকবে।
গত ৫০ বছরে চীনে বার্ষিক ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা প্রতি দশ বছরে ০.২২ সেন্টিগ্রেডবেড়েছে। এই তাপমাত্রার বৃদ্ধি বিশ্বজুড়ে অনুরুপ সময়ের তুলনায় দ্রুত বাড়ছে । বিশেষজ্ঞরা উপলদ্ধি করছেন যে , ২০২০ সাল অবধি চীনের বার্ষিক গড় তাপমাত্রা সম্ভবত ১.৩ থেকে ২.১ সেন্টিগ্রেড বাড়বে। ২০৫০ সাল অবধি ২.৩ থেকে ৩.৩ সেন্টিগ্রেড বাড়বে। যার ফলে খরা কবলিত এলাকার আয়তন সম্ভবত সম্প্রসারিত হবে , মরুভূমির আয়তনও বাড়বে. কয়েকটি ছোট ছোট হিমবাহ বিলুপ্ত হয়ে যাবে। শীতকালের সময় সম্ভবত কমে যাবে এবং গ্রীষ্মকালের সময় বাড়বে।
|