কিছু দিন আগে প্রকাশিত চীনের বিজ্ঞান একাডেমীর একটি রির্পোটে বলা হয়েছে , এ বছর চীনের মালপত্র সরবরাহ ব্যবস্থার দ্রুত প্রসার হবে । সরবরাহকৃত মালপত্রের মোট মূল্য দাঁড়াবে ৭.৩৯ বিলিয়ন ইউয়ান । এটা গত বছরের চেয়ে ২৪ শতাংশ বেশি হবে ।
রির্পোটে আরোউল্লেখ করা হয়েছে , এ বছর চীনের মালপত্র সরবরাহ ব্যবস্থার সার্বিক উন্নয়ন হবে । বড় বড় চালানের পণ্যদ্রব্যের সরবরাহ ও পরিবহনে প্রাধান্য দেয়া হবে , মাল পরিবহনে নাগরিকদের উত্পাদন ও স্বাভাবিক জীবন নিশ্চিত করার উপর আরো বেশি গুরুত্ব দেয়া হবে , মাল সরবরাহ কাজের অবকাঠামো নির্মাণ অব্যাহতভাবে চালানো হবে , নতুন মালপত্র সরবরাহ কেন্দ্র স্থাপন করা হবে , মাল সরবরাহকারী বাজারগুলোকে আরো সুশৃঙ্খল করে তোলা হবে , মাল সরবরাহ কাজের ট্রাস্ট ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে , মাল সরবরাহ কাজের মানদন্ড আরো উন্নত করা হবে , মাল সরবরাহ ক্ষেত্রে কর্মী ট্রেনিংয়ের কাজ আরো জোরদার করা হবে এবং মাল সরবরাহ ব্যবস্থা আরো যুক্তিযুক্ত করা হবে ।
উল্লেখ্য , ২০০৬ সালে চীনে সরবরাহকৃত মালের মোট মূল্য ৫.৯ বিলিয়ন ইউয়ান ছিল ।
|