v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-24 18:54:44    
বিশেষজ্ঞদের মতে: কৃষি ক্ষেত্রে তাইওয়ান প্রণালীর দু'পারের বিনিময় কর্যক্রম ও সহযোগিতার অনেক সুযোগ রয়েছে

cri
  সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের তাইওয়ান এক্যাডমির উপ -পরিচালক লি ফেই সম্প্রতি সংবাদদাতাদের দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, কৃষি ক্ষেত্রে দু'পারের বিনিময় কার্যক্রম ও সহযোগিতার অনেক সুযোগ রয়েছে।

    সাম্প্রতিক বছরগুলোতে চীনের মূলভূভাগ যথাক্রমে ফুচিয়ান, হাইনান, শানতোং ও হেলোংচিয়াংসহ বিভিন্ন জায়গায় "তাইয়ান প্রণালীর দু'পারের কৃষি সহযোগিতামূলক পরীক্ষা অঞ্চল"স্থাপন করেছে এবং ভূমি ও পুঁজি দেয়াসহ বিভিন্ন সুবিধা নীতির মাধ্যমে কৃষি ক্ষেত্রে তাইওয়ানী ব্যবসায়ীদের পুঁজি বিনিয়োগকে আকর্ষণ করেছে। তিনি মনে করেন, বর্তমানে দু'পারের কৃষির বিনিময় কার্যক্রম ও সহযোগিতার বিষয় প্রধানত মূলভূভাগের উপর তাইওয়ানী ব্যবসায়ীদের একপক্ষীয় পুঁজি বিনিয়োগ। দু'পারের কৃষির সহযোগিতার সুপ্ত শক্তি পুরোপুরিভাবে দেখা যায়নি। ভূট্টা ও গমসহ বিভিন্ন ভাল ও গুণগত মানসম্পন্ন পণ্যগুলো তাইওয়ান ভূভাগ থেকে আমদানি করা হয়নি।

    **নিংসিয়া ১ কোটি ৪০ লাখ ইউয়ান রেনমিনপি ব্যবহার করে গ্রামের ক্লিনিকের চিকিত্সা সেবার সুযোগ বৃদ্ধি করবে

    নিংসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত এলাকার গ্রামাঞ্চলের ক্লিনিকের চিকিত্সা সেবার সুযোগ বৃদ্ধির জন্যে ১ কোটি ৪০ হাজার ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করবে। ফলে গ্রামের চিকিত্সা ক্ষেত্রে ধনসম্পদের অভাব ও কৃষকদের চিকিত্সার অসুবিধাসহ বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব হবে।

    **২০০৬ সালে বিশ্ববিদ্যালয়ের ১৬ হাজার স্নাতক গ্রাম গিয়ে শিক্ষাদান করেছেন

    শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, ২০০৬ সালে বিশ্ববিদ্যালয়ের মোট ১৬ হাজার স্নাতক হুপেই, কুয়াংসি, হাইনানসহ ১২টি প্রদেশের ২৮৫০টিরও বেশী গ্রামীণ মাধ্যমিক স্কুল বা প্রাথমিক স্কুলে শিক্ষাদান করেছেন।

    **চেচিয়াং প্রদেশের গ্রামাঞ্চলের দূষণমুক্ত জ্বালানীসম্পদের ব্যবহারের হার ৫২ শতাংশ ছাড়িয়ে গেছে

    চেচিয়াং প্রদেশের কৃষি দপ্তরের পরিসংখ্যান থেকে জানা গেছে, সাম্প্রতিক দু'বছরের মধ্যে চেচিয়াং অব্যাহতভাবে কৃষির প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও প্রতিষ্ঠার কাজ জোরদার করছে এবং গ্রামাঞ্চলের দূষণমুক্ত জ্বালানীসম্পদের ব্যবহারের হার বাড়াবে। মিথেইন ও সৌর শক্তির ব্যবহারের মাধ্যমে প্রতি বছর স্থানীয় গ্রামের জন্যে ৪ লাখেরও বেশী টন কয়লা সাশ্রয় করা যাবে। গ্রামাঞ্চলের দূষণমুক্ত জ্বালানীসম্পদের ব্যবহারের হার ৫২ শতাংশেরও বেশী।