v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-24 18:38:25    
দক্ষিণ কোরিয়া মার্কিন বাহিনীর হাত থেকে স্বদেশের বাহিনীর পরিচালনা ক্ষমতা গ্রহণ করবে

cri
    দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র ২৩ ফেব্রুয়ারী দক্ষিণ কোরিয়ায় দক্ষিণ কোরিয়ার মোতায়েনকৃত মার্কিন বাহিনীর হাত থেকে যুদ্ধের সময় স্বদেশের বাহিনী পরিচালনার ক্ষমতা ২০১২ সালে গ্রহণ করা সম্পর্কে একটি চুক্তির ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে।

    দু'দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এদিন সিউলে বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, দু'দেশ ২০১২ সালের ১৭ এপ্রিল দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র যৌথ কর্তৃপক্ষ ভেঙ্গে দিতে রাজী হয়েছে। তখন দক্ষিণ কোরিয়া যুদ্ধের সময় স্বদেশের বাহিনী পরিচালনার ক্ষমতা গ্রহণ করবে। এর থেকে বোঝা যায় যে, অর্ধশতাব্দী ধরে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতামূলক সম্পর্ক অংশীদারি সম্পর্কে পরিণত হবে।

    বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধের সময় নিজেদের পরিচালনার ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এ বছরের জুলাই থেকে শুরু হবে। ২০১২ সালের মার্চ মাসে দু'দেশ পরিচালনা ক্ষমতার হস্তান্তর কাজ পরীক্ষার জন্যে একটি যৌথ মহড়ার আয়োজন করবে।

    গত শতাব্দীর ৫০ দশক থেকে দক্ষিণ কোরিয়ায় মোতায়েনকৃত মার্কিন বাহিনী বরাবরই বাহিনীর পরিচালনার ক্ষমতার নিজেদের কাছে রেখেছে। এর আগে ১৯৯৪ সালে দেশে শান্তিপূর্ণ অবস্থা বিরাজকালীণ দক্ষিণ কোরিয়া সামরিক পরিচালনা ক্ষমতা গ্রহণ করেছিল। ২০০৫ সালের সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া সরকার আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধের সময় পরিচালনা ক্ষমতা হস্তান্তরের জন্যে অনুরোধ জানিয়েছে।