সম্প্রতি চীনের পানি সম্পদ মন্ত্রী ওয়াং লু ছেন বলেছেন. চলতি বছর চীন গ্রামাঞ্চলের ছোট আকারের সেচ বিদ্যুত উন্নয়নের কাজ জোরদার করবে। নতুন স্থাপিত বিদ্যুত জেনোরেটারের ক্ষমতা ৬০ লাখ কিলোওয়াট ঘন্টারও বেশী বজায় রাখা যাবে বলে আশা করা হচ্ছে।
গ্রামাঞ্চলের ছোট আকারের সেচ বিদ্যুত উন্নয়নের ফলে আগামী ৪ বছরের মধ্যে চীনে এক কোটি কৃষক আর জ্বালানী হিসেবে কাঠ ব্যবহার করবে না। যার ফলে ২৩ লাখেরও বেশী একর বন রক্ষা করা সম্ভবহবে। তা ছাড়া, গ্রামাঞ্চলের ছোট আকারের সেচ বিদ্যুত উন্নয়নের ফলে দরিদ্র কৃষকদের আয় স্থিতিশীলভাবে বাড়ানোর দীর্ঘ মেয়াদী ব্যবস্থা সুনিশ্চিত করা যাবে।
চীনের ছোট আকারের বিদ্যুত উত্পাদন ক্ষেত্রে ৮ কোটি ৭০ লাখ কিলোওয়াট ঘন্টা হওয়ায় তা পৃথিবীর শীর্ষ স্থানে উঠেছে। বতর্মানে চীনের ১৬০০টিরও বেশী জেলায় ছোট আকারের বিদ্যুত উত্পাদন কেন্দ্র স্থাপিত হয়েছে।
|