চীনের রাষ্ট্রীয় বন ব্যুরোর একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, বতর্মানে চীন পান্ডার, এলক ও চাইনীজ এলিগেটার সহ ২০০টিরও বেশী বিলুপ্ত প্রায় বন্য প্রাণীর সংরক্ষণ ও বংশ বৃদ্ধি সংক্রান্তজটিল সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হয়েছে। বতর্মানে বেশ কয়েকটি বিলুপ্ত প্রায় বন্য প্রাণী প্রজননের মাধ্যমেসংখ্যা বাড়ানো সম্ভব হয়েছে। এর ভিত্তিতে এলক , চাইনীজ এলিগেটার সহ বিলুপ্ত প্রায় বন্য প্রাণীগুলোকে অভয়ারন্যে ছেড়ে দেওয়া হয়েছে।
পান্ডার, এলক ও চাইনীজ এলিগেটার সহ বন্য প্রাণী শুধু চীনে দেখা যায়। এ সব বন্য প্রাণী এক সময় প্রায়বিলুপ্তির পথে ছিল।
|