v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-23 18:35:43    
২০০৭ সালে চীনের দাতব্য সংস্থাগুলো মোট ১৩০টি দাতব্য কর্মসূচী নেবে

cri
     কিছু দিন আগে চীনের গণ প্রশাসনিক মন্ত্রণালয়ের উদ্যোগে চীনের ৪৪টি দাতব্য সংস্থা মিলিতভাবে ২০০৭ সালের জাতীয় দাতব্য অভিযান শুরু করেছে । এই অভিযানে মোট ১৩০টি দাতব্য কর্মসূচী থাকবে। এর পাশাপাশি বেসরকারী দাতব্য অর্থ সংগ্রহের জন্য চীনের গণ প্রশাসনিক মন্ত্রণালয় চীনের জাতীয় অনুদান কেন্দ্র প্রতিষ্ঠা করেছে । জাতীয় দাতব্য অভিযান আয়োজনের উদ্দেশ্য হলো দাতব্য কাজে আরো বেশি লোকের অংশগ্রহণ নিশ্চিতকরণসহ চীনের দাতব্য ব্রতের প্রসার তরান্বিত করা ।

    কিছু দিন আগে চীনের ৪৪টি দাতব্য সংস্থা চীনের ২০০৭ সালের দাতব্য অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছে  অভিযানের ১৩০টি কর্মসূচীর মধ্যে রয়েছে বয়োবৃদ্ধ, প্রতিবন্ধী, অনাথ ছেলেমেয়ে ও গরীবদের সাহায্য করা , স্কুল বয়সীদের পড়াশুনার অর্থ সাহায্য ও রোগীদের চিকিত্সার ফি দেয়াসহ নানা কর্মসূচী । চীনের রেডক্রস সোসাইটির মহাসচিব মিঃ ওয়াং হাই চিং এ সব কর্মসূচী সম্পর্কে বলেছেন , ২০০৭ সালে চীনের রেডক্রস সোসাইটির প্রধান দুটি কর্মসূচী হলো গুরুতর প্রাকৃতিক দুর্যোগ ও আকস্মিক ঘটনার সময় দুর্গত অঞ্চলের অধিবাসীদের জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও আর্থিক সাহায্য দেয়া এবং নববর্ষ ও বসন্ত উত্সবের সময় ২৫ হাজার গরীব পরিবারকে দু শ' ইউয়ান মূল্যের দাতব্য উপহার প্রদান।

    জানা গেছে , ১৩০টি কর্মসূচীর জন্য এ বছর মোট ২৮০ কোটি ইউয়ান বরাদ্দ করা হবে । এ ১৩০টি কর্মসূচীর মধ্যে রয়েছে ভূগর্ভস্থ কূপ খনন প্রকল্পসহ পরিচিত পুরনো দাতব্য কর্মসূচী এবং রয়েছে প্রতিবন্ধী ছেলেমেয়েদের সাহায্য সম্পর্কিত নীল আকাশ প্রকল্পসহ অনেক নতুন কর্মসূচী । চীনের গণ প্রশাসনিক মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি লি কো বলেছেন , এ সব দাতব্য কর্মসূচী নেয়ার উদ্দেশ্য হলো দাতব্য ব্রতের প্রতি সমাজের বিভিন্ন মহলের আরো বেশি সমর্থন পাওয়া , যাতে সবাই দাতব্য কর্মসূচীগুলোর বাস্তবায়নের জন্য নিজেকে সম্পৃক্ত রাখতে পারেন । তিনি বলেছেন , আমরা আশা করি দাতব্য অভিযান আয়োজনের মাধ্যমে সমাজের বিভিন্ন মহলের নাগরিক ও গণ মাধ্যমগুলোর নিজেদের ভেতর অন্যদের সাহায্য করার চেতনার সৃষ্ট হবে এবং তারা স্বপ্রনোদিতভাবেদাতব্য কর্মসূচীতে অংশ নেবে । যাতে দুর্গত অধিবাসী ও গরীবদের সাহায্য করা গোটা সমাজের এক অভিন্ন দায়িত্বে পরিণত হয় এবং সমাজের দুদর্শাগ্রস্ত অধিবাসী ও গরীবদের সাধ্যমত সাহায্য করার প্রবণতা দেখা দেয় ।

    দাতব্য ব্রতের প্রসার শিল্পপ্রতিষ্ঠানগুলোর সমর্থনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত । চীনের কিছু শিল্পপ্রতিষ্ঠান নিজের উন্নয়ন তরান্বিত করার পাশাপাশি নিজের সামাজিত দায়িত্ব পালনের জন্য দাতব্য কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে । ওয়ানতা গোষ্ঠী এ সব শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম । ওয়ানতা গোষ্ঠী উত্তর-পূর্ব চীনের একটি রিয়েল এস্টেট শিল্পপ্রতিষ্ঠান । এ গোষ্ঠী প্রতিষ্ঠার পর গত দশ বছরে গণ কল্যাণমূলক কর্মসূচীতে মোট ৮০ কোটি ইউয়ান অনুদান দিয়েছে । এ গোষ্ঠীর পরিচালনা মন্ডলীর চেয়ারম্যান ওয়াং চিয়েন লিন বলেছেন , গোষ্ঠীর উন্নয়নের প্রক্রিয়ায় আমরা এটা উপলব্ধি করতে পেরেছি যে , গোষ্ঠীর উন্নয়নের সঙ্গে সঙ্গে দাতব্য কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশ নিয়ে নিজের সামাজিক দায়িত্ব পালন করতে হবে । গত দশ বছরে দাতব্য কর্মসূচীগুলোতে গোষ্ঠীর অনুদানের সংখ্যা বছরের পর বছর বাড়ছে , এর সঙ্গে সঙ্গে গোষ্ঠীর উন্নয়নও দ্রুত বাড়ছে ।

    সাম্প্রতিক বছরগুলোতে চীনের দাতব্য কাজের দ্রুত প্রসার হচ্ছে। অনুদানকারীর সংখ্যা ক্রমেই বাড়ছে । তবে এ কথা বলা যায় যে চীনের দাতব্য কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে । চীনের দাতব্য সম্পদের সদব্যবহার এখনও পর্যাপ্ত নয় এবং দাতব্য তথ্যের প্রকাশ এখনও পরিপূর্ণ নয় । এ জন্য চীনের গণ প্রশাসনিক মন্ত্রণালয় একটি দাতব্য অনুদান কেন্দ্র প্রতিষ্ঠা করেছে । এ মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন , দাতব্য কর্মসূচী নেয়া ক্ষেত্রে আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা আরো বাড়াতে হবে এবং অনুদানকারী ও অনুদান গ্রহীতাদের মধ্যে যোগাযোগ আরো ঘনিষ্ঠ করতে হবে ।